অন্ধত্ব নিবারণ ও প্রতিরোধে চা শ্রমিকদের সাথে বিএনএসবি চক্ষু হাসপাতালে সচেতনতা মূলক সভা

July 25, 2016,

স্টাফ রিপোর্টার॥ অন্ধত্ব নিবারণ ও প্রতিরোধ কর্মসূচীর আওতায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। কর্মসূচি মধ্যে নতুনভাবে সংযোজিত হয়েছে চা শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
২৫ জুলাই সোমবার সকাল ১০ ঘটিকায় বিএনএসবি চক্ষু হাসপাতালের দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ডানকান ব্রাদার্স-এর আওতাধীন চা বাগানের চা শ্রমিকদের মাঝে প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে এক সচেতনতা বৃদ্ধি মূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শমসেরনগর চা বাগান-এর প্রাইমারী হেলথ কেয়ার ইনচার্জ ডাঃ আমিনুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। প্রাথমিক চক্ষু পরিচর্যা সম্পর্কে প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন বিএনএসবি-এর রিফ্রেকশনিষ্ট আব্দুল মান্নান।
প্রায় ৬০জন চা শ্রমিক এবং অন্যান্য কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভাটি বিকেল ২ ঘটিকা পর্যন্ত চলে। সভা শেষে সব অংশগ্রহণকারীদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com