অপু ৩য় বারের মত এএটিএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত
প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উপজেলার শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে সাবেক ছাত্রলীগ নেতা এবিএম আরিফুজ্জামান অপু ৩য় বারের মত নির্বাচিত হয়েছেন। বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনকল্পে আলোচনা সভা ২৩ জানুয়ারী সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য হাজী মো. ইজ্জাদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী, অভিভাবক সদস্য আবদার হোসেন, আব্দুল আহাদ, মাসুকুর রহমান চৌধুরী, সিরাজ মিয়া, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রাবেয়া মোহিত চৌধুরী, শিক্ষক প্রতিনিধি বশির উদ্দিন, রামকৃষ্ণ ভট্টাচার্য্য, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি শামসুন্নাহার বেগম। সভা শেষে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনকল্পে সভাপতি পদে শমশেরনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ হাফিজুল হক চৌধুরীর নাম প্রস্তাব করেন অভিভাবক সদস্য সিরাজ মিয়া। কিন্তু এই প্রার্থীর প্রস্তাবকারী থাকলেও সমর্থনকারী ছিল না। অপরদিকে এবিএম আরিফুজ্জামান অপুর নাম প্রস্তাব করেন বিদ্যালয়ের দাতা সদস্য হাজী মো. ইজ্জাদুর রহমান এবং সমর্থন করেন অভিভাবক সদস্য আবদার হোসেন। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে এবিএম আরিফুজ্জামান অপুকে টানা ৩য় বারের মত সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
টানা ৩য় বারের মত নির্বাচিত সভাপতি এবিএম আরিফুজ্জামান অপু তাঁর বক্তব্যে বলেন, বিগত দুই টার্ম বিদ্যালয়ের সভাপতির দায়িত্বকালে সকলের প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়নসহ বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন হওয়ায় সদস্যবৃন্দ আমাকে পুনরায় সভাপতি পদে নির্বাচিত করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এবিএম আরিফুজ্জামান অপু শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য ছিলেন। বর্তমানে শমশেরনগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শমশেরনগর এমটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অসমাপ্ত কাজ বাস্তবায়নকল্পে ও সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন