অবিলম্বে কারফিউ প্রত্যাহার করে জনজীবন স্বাভাবিক করার দাবি জানিয়েছে এনডিএফ       

July 27, 2024,

 স্টাফ রিপোর্টার॥ দেশের চলমান পরিস্থিতিতে এবং ছাত্রজনতাসহ নানা শ্রেণিপেশার দুই শতাধিক মানুষের প্রাণহানিতে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে অবিলম্বে কারফিউ প্রত্যাহার করে জনজীবন স্বাভাবিক করার দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটি।

২৬ জুলাই  গণমাধ্যমে প্রেরিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ডা. আব্দুশ শহীদ সাগ্নিক ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস একযুক্ত বিবৃতিতে বলেন এক সপ্তাহের বেশি সময় ধরে সারাদেশে চলমান কারফিউর কারণে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্ন আয়ের শ্রমজীবী জনগণের রুটি-রোজী হুমকির মুখে পড়েছে। পণ্যপরিবহণ সমস্যার কাারণে কৃষক তার উৎপাদিত ফলস বিক্রি করতে না পেরে নিঃসস্ব হয়ে পড়ছে। নিত্যপণ্যে লামাগহীন উর্দ্ধগতির মধ্যে কারফিউর অজুহাতে আরেক দফা মূল্য বেড়েছে। নেতৃবৃন্দ সরকারের একতরফা প্রচারণার সমালোচনা করে বলেন এক সপ্তাহের বেশি সময় অতিবাহিত হলেও সরকার নিহত ও আহতদের সঠিক তথ্য প্রকাশ করেনি। সরকার যেমন জনজগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তেমনি ছাত্রসহ সাধারণ জনগণকে হত্যাকারী পুলিশ ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনছে না। নেতৃবৃন্দ অবিলম্বে কারফিউ প্রত্যাহার করে জনজীবন স্বাভাবিক করার দাবি জানিয়ে বলেন সাধারণ ছাত্রছাত্রীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে চলমান রাজনৈতিক অস্থিতিরতাকে বিচ্ছিন্নভাবে দেখা যায় না। বরং তা হচ্ছে বিশ্বব্যাপী চলমান আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব-সংঘাতের প্রতিফলন। দক্ষিণ ও দক্ষিণ-পূর্বএশিয়ার স্থল সংযোগসেতু ও মালাক্কা প্রণালী সংলগ্ন বঙ্গোপসাগরীয় ভূরাজনৈতিক ও রণনীতিগত গুরুত্বপূর্ণ নয়াউপনিবেশিক আধাসামন্তবাদী বাংলাদেশকে নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদীদের সাথে প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন-রাশিয়ার দ্বন্দ্ব তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং উভয় পক্ষই বাংলাদেশকে তাদের আগ্রাসী যুদ্ধে সম্পৃক্ত করতে চাইছে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদী উভয়পক্ষের প্রকাশ্য তৎপরতা দেশবাসী প্রত্যক্ষ করেছে। সেই সময় সাম্রাজ্যবাদী রাশিয়া মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষ থেকে বাংলাদেশে ‘আরব বসন্ত’ সৃস্টি করা হতে পারে বলে বক্তব্য দেয়। আবার সমসাময়িক সময়ে গত বছরের নভেম্বর মাসে ৫০ বছর পর রাশিয়ার তিনটি যুদ্ধ জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করার বিষয়টি তাৎপর্যপূর্ণ। মার্কিন সাম্রাজ্যবাদ বাংলাদেশে তার অবস্থান ও প্রাধান্য আরও শক্তিশালী করতে এবং বাংলাদেশকে তাদের আগ্রাসী যুদ্ধে সম্পৃক্ত করতে জেসোমিয়া ও আকসা চুক্তি এবং ইন্দো-প্যাসিফিক রণনীতি ও কোয়াড-এ অন্তর্ভূক্ত করতে চাপ প্রয়োগ করে চলেছে। মার্কিনের প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন-রাশিয়া বাংলাদেশে তাদের অবস্থান ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় স্বীয় লক্ষ্যে বিআরআই-বিসিম, এআইআইবি, এনডিবি, সিকায অন্তর্ভূক্ত করে ব্রিকস-প্লাসে যুক্ত করতে চাইছে। এছাড়া চীন তার সামগ্রিক লক্ষ্যে বিআরআই-এর প্রেক্ষিতে জিডিআই, জিএসআই ও জিসিআই-এ বাংলাদেশকে যুক্ত করতে তৎপরতা চালাচ্ছে। আন্তর্জাতিক ও জাতীয় পরিস্থিতির এমন প্রেক্ষাপটে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদী উভয় পক্ষ এবং তাদের এদেশীয় দালালরা নৈরাজ্জিক পরিস্থিতি সৃষ্টি করে স্বীয় লক্ষ্য অর্জনে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত। সাম্রাজ্যবাদীরা বাংলাদেশকে যুদ্ধে সম্পৃক্ত করার ষড়যন্ত্র-চক্রান্ত করে চলেছে। তাই বাজার ও প্রভাব বলয় পুনর্বণ্টন নিয়ে সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব-সংঘাত ও যুদ্ধ তথা বিশ্বযুদ্ধের প্রস্তুতির সাথে ভূ-রাজনৈতিক ও রণনীতিগতভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশকে সম্পৃক্ত করার বিরুদ্ধে সকল সাম্রাজ্যবাদ ও তাদের দালাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com