অবিলম্বে শেরপুর এলাকার কুশিয়ারা নদীর উপচে পড়া পানি প্রতিরোধ করা ও জেলার সকল অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের দাবি
June 18, 2024,
স্টাফ রিপোর্টার॥ প্রতি বছরের ন্যায় কুশিয়ারা নদীর পানি পশ্চিমপাড় অতিক্রম করে হামরকোনা, ব্রাহ্মণগাঁও-সহ আশপাশের গ্রামের ভিতরে পানি প্রবেশ করে মানুষের ঘরবাড়ি, গৃহপালিত পশু, সহায়সম্পদের মারাত্মক ক্ষতিসাধন করে। এই বারও তার ব্যতিক্রম নয়। ফলে জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। ঐ এলাকায় কুশিয়ারা নদীর পানি দ্রুত অপসারণের ব্যবস্থা না থাকায় ভয়াবহ দুর্ভোগ সৃষ্টি হয়। কুলাউড়া উপজেলায়ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তাই এই সমস্ত দুর্ভোগ অপসারণের জন্য অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করে আক্রান্ত এলাকার জনগণকে স্বস্তি দেওয়ার জন্য এবং ইতিমধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করার জন্য সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক মঈনুর রহমান মগনু (অ্যাডভোকেট) জোর দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন