অবৈধ বালু উত্তোলনে ফতেহবাগ চা বাগান হুমকিতে
আব্দুর রব॥ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউনিয়নের অর্ন্তগত ফতেহবাগ চা বাগান বাংলার তল ছাড়া থেকে হরদম চলছে বালু লুটপাট। প্রতি শুল্ক মৌসুমে অবৈধ বালু সিন্ডেকেট তৎপর হয়ে ওঠে বালু উত্তোলন ও পাচার বাণিজ্যর মাধ্যমে তারা হাজার হাজার টাকা হাতিয়ে নিতেছে। সরকার এ খাতে কোন রাজস্ব আদায় করতে পারছে না। পরিবেশের ভারসাম্য নষ্ট সহ বিশেষ করে ফতেহবাগ চা বাগান চা গাছ ধ্বংশের পাশাপাশি বালি সরবরাহের কারণে গ্রামীণ সড়ক পথ খানা খন্দকের সৃষ্টি হয়ে সর্ব সাধারণের চলাচলের অনুপযোগী হওয়ায় বর্ষা মৌসুমে অসহনীয় দূর্ভোগ পোহাতে হয় এত অঞ্চলের মানুষের। জানাগেছে, এ বাংলার তল ছড়া থেকে ২/৩ বৎসর থেকে ধারাবাহিক বালু লুটপাট চলছে। গেলবার বড়লেখা থানা পুলিশ হানা দিয়ে অবৈধ বালু গাড়ি আটক করলে ও তাদের বিরুদ্ধে কোন মামলা হয়নি এভাবে সংঘবদ্ধ বালু উত্তোলনকারী চক্র পার পেয়ে যাওয়ার কারণে সরকার বালু উত্তোলন থেকে কোন রাজস্ব আদায় করতে পারে না। নির্বিচারে বালু উত্তোলনের ফলে চা বাগান হুমকির মুখে। ফতেহবাগ চা বাগান বাংলার তল ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন কাজ চলছে, সরে জমিন ফতেবাগ চা বাগান ছড়া এলাকা ঘুরে দেখা যায় ছড়া থেকে শত শত পুরুষ মহিলা শ্রমিক অবৈধভাবে বালু উত্তোলন করছে। কথা হয় স্থানীয় তহশীলদার এতবার আলীর সাথে মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করলে তিনি রিসিভ করেননি। চা বাগান ব্যবস্থাপক মোঃ নূর আহমদ অভিযোগ করে জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে চা শিল্প হুমকির মুখে যদি এভাবে বালু উত্তোলন হয় তবে চা বাগান রক্ষা করা সম্ভব নয়। সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হবে। বেকার হয়ে পড়বে শত শত চা শ্রমিক। অন্যদিকে অবৈধ বালু সরবরাহের মাধ্যমে এসব সিন্ডিকেট প্রতি মৌসুমে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। নির্বিচারে বালু উত্তোলনের ফলে চা বাগান হুমকির মুখে, ফতেহবাগ চা বাগান বাংলারতল খালের কয়েকটি স্পট থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের কাজ চলছে। সরেজমিন ফতেহবাগ চা বাগান এলাকা ঘুরে দেখা যায় খাল থেকে শত শত পুরুষ ও মহিলা শ্রমিক অবৈধ ভাবে বালি উত্তোলন করছে। বালু উত্তোলনের কারণে খালের গভীরতা সৃষ্টি হয়ে দু’পাশের তীর ভেঙ্গে কয়েকশত চা গাছ ধসে পড়ছে ছড়ায়।
মন্তব্য করুন