(ভিডিও সহ) অবৈধ বিজ্ঞাপন প্রদর্শন ও প্রকাশ্যে ধুমপান করায় দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা
স্টাফ রিপোর্টার॥ তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘণ করে সিগারেটের অবৈধ বিজ্ঞাপন প্রদর্শন ও প্রকাশ্যে ধুমপান করায় দায়ে ভ্রাম্যমান আদালত শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ১২টি দোকানকে জরিমানা ও মামলা করা হয়েছে।
মঙ্গলবার ৩ অক্টোবর দুপুরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সবনম শারমিন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
>শহরের বিভিন্ন এলাকায় সিগারেট বিক্রয়ের দোকানে অভিযান চালিয়ে সিগারেটের অবৈধ বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে ভ্রাম্যমান আদালত “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ধারায় ১২টি দোকান থেকে অবৈধ বিজ্ঞাপন অপসারনের পাশাপাশি উল্লেখিত দোকান মালিকদের ৭ হাজার ২শত ৫০ টাক্ াজরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্যা এডুকেশন কর্মকতা মোঃ নাসির উদ্দিন, জেলা সেনেটারী ইন্সপেক্টর দিপংকর ভ্রম্যচারী।
মন্তব্য করুন