অভিভাবক সমাবেশ ও এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা বিতরণ

August 17, 2017,

এহসান বিন মুজাহির জামেয়া মাদানিয়া শেখবাড়ি মাদরাসার মুহতামিম, ওলি ইবনে ওলি শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী বলেছেন-ইলমে দ্বীন শিক্ষা করা সবার জন্য অপরিহার্য। ইলমে নববীর এই শিক্ষার শিক্ষক হলেন স্বয়ং মহান রাব্বুল আলামিন। ওহীভিত্তিক শিক্ষার মাধ্যমে আলোকিত ও আদর্শিক মানুষ  তৈরি করতে কওমি মাদরাসা এবং ইসলামি শিক্ষার বিকল্প নেই। শেখবাড়ি মাদরাসার ২০১৭ সালের অভিভাবক সমাবেশ ও বিগত শিক্ষাবর্ষের বিভিন্ন বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 বুধবার ১৬ আগস্ট সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারি ধর্মপুরি, মাওলানা শায়েখ সৈয়দ মুজাদ্দিদ আলী, বরুণা মাদরাসার মুহতামিম মাওলানা শেখ বদরুল আলম হামিদী, জামিয়া মাদানিয়া শেখবাড়ি মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ আহমদ আফজল হামিদী, শেখবাড়ি জামিয়ার মঈনে মুহতামিম মাওলানা সা’দ আহমদ আমিন বর্ণভী, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর আয়াছ আহমদ প্রমুখ।

শেখবাড়ি জামিয়ার শিক্ষক মাওলানা শাব্বির আহমদ ও মাওলানা নুর উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন  শেখবাড়ি মাদরাসার শিক্ষাসচিব মুফতি সালমান আহমদ, বরুণা মাদরাসার শিক্ষাসচিব রশিদ আহমদ হামিদী প্রমুখ। অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে বেফাকসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের সারাদেশের মেধা তালিকায় স্থান অর্জনকারী  শেখবাড়ি মাদরাসার ২৩জন শিক্ষার্থীসহ মোট ৫৭জন এপ্লাস প্রাপ্ত মেধাবী ছাত্রদের হাতে নগদ ৮০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রথম দ্বিতীয় অধিবেশনে শেখবাড়ি মাদরাসার শিক্ষার্থী ও আঞ্জুমানে হেফাজতে ইসলাম ছাত্র সংসদের সদস্যরা কুরআন তিলাওয়াত, আরবি ও ইংরেজি বক্তৃতা, ইসলামি সংগিত প্রভৃতি অ্যাজেন্ডা পালন করেন।

উল্লেখ্য যে, মাদরাসার হিফজ, নূরানী, কিতাব বিভাগে সর্বমোট ৮০০ ছাত্র এবছর অধ্যয়ন করছেন। অভিভাবক সমাবেশে অভিভাবকরা মাদরাসার অসাধারণ ফলাফল, যোগপোযুগী সিলেবাস, উন্নত আবাসন ব্যবস্থাসহ মাদরাসার সুশৃঙ্খল পরিচালনায় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষকদের ভূয়সী প্রশংসা করেন। সমাবেশের সমাপনী অধিবেশনে বরুণার পীর ও শেখবাড়ি মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী দেশ বিদেশের সূধী, শুভাকাঙ্খীসহ মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com