অভিযোগের তীর পিতা-পুত্রের দিকে বড়লেখায় প্রাণনাশের হুমকি-ধমকি দিয়ে প্রধান শিক্ষককে অপসারণের পায়তারা
আব্দুর রব॥ বড়লেখা উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকার বোবারথল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার বাড়ৈকে কৌশলে স্কুল থেকে অপসারণের পায়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাহতাব উদ্দিন নিজের ছেলে সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানকে প্রধান শিক্ষক করতেই পিতা-পুত্র মিলে প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি ও সন্ত্রাসী লেলিয়ে সরিয়ে দেয়ার অপচেষ্টা চালাচ্ছেন। তাদের অপতৎপরতায় সাধারণ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে ক্ষোভ-অসন্তোষ বিরাজ করছে। এব্যাপারে ভুক্তভোগী প্রধান শিক্ষক ১৪ ডিসেম্বর বুধবার ইউএনও ও মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
ইউএনও বরাবরে প্রেরিত লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলার কুটালীপাড়া উপজেলার নৈয়ারবাড়ী গ্রামের লক্ষীকান্ত বাড়ৈ’র ছেলে সুশীল কুমার বাড়ৈ বছরের ১৮ জানুয়ারী বড়লেখার বোবারথল আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাহতাব উদ্দিনের ছেলে হওয়ায় প্রভাবে নিয়মিত স্কুলে না গিয়ে এবং পাঠদান না করেও নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর দিতে থাকেন। জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীর নিকট থেকে অতিরিক্ত ফি আদায় করে আত্মসাৎ করেন। প্রধান শিক্ষক সুশীল কুমার বাড়ৈ এসব অনিয়ম দুর্নীতির ব্যাপারে সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানকে সতর্ক করেন। আর এজন্য পিতা-পুত্র মিলে সন্ত্রাসী লেলিয়ে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে তাকে এ স্কুল থেকে সরানোর পায়তারা চালাচ্ছেন।
ভুক্তভোগী প্রধান শিক্ষক সুশীল কুমার বাড়ৈ জানান, তাকে স্কুল থেকে সরে যেতে সভাপতি ও তার ছেলে বিভিন্ন মাধ্যমে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাদের নিয়োজিত সন্ত্রাসীরা স্ত্রীর মোবাইল ফোনে হুমকি দিয়ে বলেছে ‘তোর স্বামীকে ১০ দিনের মধ্যে বোবারথল স্কুল হইতে চলিয়া আসিতে বল। তা না হলে তোর স্বামীর মৃতদেহ পাবি।’ এসব হুমকির ঘটনায় তিনি থানায় জিডি করেছেন। জিডির পরও নানা হুমকি-ধমকিতে তিনি আতংকে রয়েছেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাহতাব উদ্দিন ও তার ছেলে সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান তাদের বিরুদ্ধে প্রধান শিক্ষক সুশীল কুমার বাড়ৈ’র আনিত সকল অভিযোগ অস্বীকার করেছেন।
মন্তব্য করুন