“অর্থনৈতিক মুক্তির সংগ্রামের এক নিরন্তর সৈনিক, মোহাম্মদ শামস-উল-ইসলাম স্বাধীনতার চেতনায় উদ্ভোদ্ধ একজন সহজ সরল সাদা মনের মানুষ॥

March 18, 2020,

মুজিবুর রহমান মুজিব॥ বাংলা ও বাঙ্গাঁলির হাজার বছরের গৌরবময় ইতিহাসে মহান মুক্তিযুদ্ধ একটি ঐতিহাসিক অধ্যায়। বায়ান্নের ভাষা আন্দোলনই বাঙ্গাঁলি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটায়। বায়ান্ন থেকে বাষট্টি-চৌষট্টি ছয়ষট্টি হয়ে উনসত্তোর এর ঐতিহাসিক ছয়দফা দাবী সম্বলিত এগারো দফার ছাত্র গণ আন্দোলন ও গণ অভ্যোত্থানে নির্দেশনাও নেতৃত্ব দিয়ে বাঙ্গাঁলি জাতীয়তাবাদী আন্দোলনের মহান জনক বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমান স্বায়ত্ত শাসন ও স্বাধিকার আন্দোলনকে স্বাধীনতা আন্দোলনে রূপায়িত করেছেন, স্বাধীনতার মহান স্থপতি হিসাবে খ্যাতি ও স্বীকৃতি পেয়েছেন। তারই মহান নেতৃত্বে জাতি অর্জন করেছে চীর কাংখিত প্রিয়তম স্বাধীনতা

স্বাধীনতার পঞ্চাশ বৎসর পরও অর্থনৈতিক ভাবে মুক্তি আসে নি। বঙ্গঁবন্ধু শেখ মুজিবের ঐতিহাসিক ছয় দফা কর্মসূচী ছিল অর্থনীতি ও অর্থনৈতিক মুক্তি ভিত্তিক। পরিপূর্ণ অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক সাম্যবাদ, পূর্ণ গণতন্ত্র-আইনের শাসন-সু-শাসনই ছিল স্বাধীনতার মূল মন্ত্র। দূর্ভাগ্য জনক ভাবে স্বাধীনতার অর্ধশত বৎসরের মাথায় এখনও গণতন্ত্র ও আইনের শাসন প্রশ্নবিদ্ধ। অর্থনৈতিক মুক্তি সুদুর পরা হত। শেয়ার বাজার কেলেংকারী, মাল্টি লেভেল মার্কেটিং এম.এল.এম. এর নামে ডেষ্টিনি বিসমিল্লাহ গ্রুপ, ইউনিপেইড টু-দের দুই নম্বরি ধান্দাবাজি, শেয়ারবাজার কেলেংকারি ও লুটতরাজ, ব্যাংকিং সেক্টরে ঋণের নামে খেলাপি ঋণের পরিমান যখন লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে সেখানে স্বদেশ প্রেম ও স্বাদেশিকতায় উদ্ভোদ্ধ একজন পেশাদার ব্যাংকার মোহাম্মদ শামস-উল-ইসলাম অগ্রনী ব্যাংক লিঃ এর এম, ডি, ও সি, ই, ও হিসাবে দেশীয় অর্থনৈতিক উন্নয়ন ও গ্রাহক সেবার উচ্চমানে একটি পর্য্যায়ে নিয়ে গেছেন। নটর ডাম কলেজ এবং ঢাকা বিশ্ব বিদ্যালয় এর মেধাবী ছাত্র যোগ্য পিতার যোগ্য সন্তান মোঃ শামস-উল-ইসলাম অগ্রনী ব্যাংক লিঃ এর মাধ্যমে ব্যাংকিং পেশায় যোগ দিয়ে কঠোর পরিশ্রম, কর্তব্য নিষ্টা ন্যায় পরায়নতা ও সততার গুনে ব্যাংকিং সার্ভিস এর শীর্ষপদ ম্যেনেজিং ডাইরেক্টার ও সি.ই.ও. হয়ে আনছার ভি.ডি.পি. ব্যাংক এ কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করতঃ পূনঃ ঘরের ছেলে ঘরে ফিরে  এসেছেন। দেশের শীর্ষ স্থানীয় সরকারি ব্যাংক অগ্রনী ব্যাংক লিঃ এ ব্যবস্থাপনা পরিচালনক হিসাবে ব্যবস্থাপনাও বিপননে আমূল পরিবর্তন আনয়ন করেন। পাকিস্তানী আমলের হাবিব ব্যাংক লিঃ ও কমার্স ব্যাংক-কে-একত্র করে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত নাম অগ্রনী ধারন করে এখন পর্য্যন্ত গ্রাহক সেবা ও দেশীয় অর্থনৈতিক উন্নয়ননে অগ্রনী ভূমিকা পালন করছে। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল-ইসলাম মেয়াদ শেষে তাঁর কর্ম দক্ষতা প্রজ্ঞা ও পান্ডিত্য, মেধাও মননের গুনে দ্বিতীয় মেয়াদে পূনঃ নিয়োগ পেয়েছেন।

স্বাধীনতার মহান চেতনায় উদ্ভোদ্ধ মোহাম্মদ শামসুল ইসলাম বয়সের কারনে সক্রিয় ভাবে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে যোগ দিতে না পেরে আফসোস করেন। একাত্তোরের মহান মুক্তিযুদ্ধের সময় তার মরহুম পিতা আব্দুর রশিদ টাঙ্গাইল এর গোপালপুর থানার সি.অ.(রাজস্ব) ছিলেন। প্রাদেশিক সিভিল সার্ভিস ই.পি.সি.এস.এর সদস্য মোহাম্মদ আব্দুর রশিদ একজন সৎ ও নিষ্টাবান সরকারী কর্মকর্তা হিসাবে সুপরিচিত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে  বঙ্গঁ বীর কাদের সিদ্দিকীর টাঙ্গাইল ও কাদেরিয়া বাহিনীর বীরত্বপূর্ণ ভূমিকা ও কৃতিত্ব পূর্ণ অবদান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জল অধ্যায়। কিশোর শামস-উল-কাদেররিয়া বাহিনীর অভিযান দেখে-শুনে রোমাঞ্চিত হতেন, বয়সের কারনে এমন সুযোগ লাভ করতে না পারায় আফসোস করলেও মিঃ-ইসলাম দেশের অর্থনৈতিক মুক্তি ও উন্নয়নে অবদান রাখতে পেরে আনন্দিত। আবেগ আপ্লুত।

আলোচিত সত্য যে, অর্থনৈতিক মুক্তি ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অনেকাংশেই অপূর্ন থেকে যায়। অর্থনৈতিক মুক্তি ও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গঁবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে প্রয়োজন সোনার মানুষ-কাজের মানুষ।

মাঝারি উচ্চতার গোল বাটা মুখে, ফর্সা চেহারায় এক চিলতে মুচকি-মিষ্টি-হাসি সমেত মায়াবি মুখের সাধারন পোষাকের এক অসাধারন মানুষ অগ্রনী ব্যাংক এর এম.ডি.মোহাম্মদ শামস-উল-ইসলাম। মাথার মধ্যাংশের টাক আর চুলে রূপালী ঝিলিক জানান দেয়-বলে দেয় বয়স ও অভিজ্ঞার কথা। শিক্ষিত-উচ্চপদস্থ সরকারী কর্মকর্তার পুত্র সম্ভান-স্বচ্ছল পরিবারের সু-সন্তান-দশ ভাই এক বোনের যৌথ পরিবারে ব্যাংকার প্রফেসার উচ্চ শিক্ষিত এবং নিজ ক্ষমতা ও প্রাপ্তির শীর্ষ বিন্দুতে আরোহন করেও অহংকার-অহংবোধ-কি হনুরে-হামছেবড়া কৌন হ্যায়-জাতীয় হাব ভাব নেই। বরং গুরুজন ও মুক্তিযোদ্ধাদের প্রতিতার সীমাহীন ভক্তি শ্রদ্ধা, তার শিষ্টাচার, সৌজন্য বোধ ও বিনয়াচরন ঈর্ষনীয়। শিক্ষনীয়। অতুলনীয়। স্বাধীনতার চেতনায় উদ্ভোদ্ধ একজন অর্থনৈতিক মুক্তি সেনা হিসাবে তিনিই প্রথম স্বাধীনতার মহান স্থপতি বঙ্গঁবন্ধ শেখ মুজিবুর রহমান এর নামে-বঙ্গঁবন্ধু কর্ণার-এর স্থপতি স্বপ্ন দেখেন এবং নিজ বলিষ্ট উদ্যোগ ও নেতৃত্বে তার সফল বাস্তবায়ন ঘটান ২০১৬ সালে আনছার  ও ভি.ডি.পি.ব্যাংক এর ব্যবস্থাপনার পরিচালক থাকা কালে দেশের প্রথম বঙ্গঁবন্ধু কর্ণার স্থাপন করেছিলেন বঙ্গঁবন্ধু ভক্ত ব্যাংকার মোহাম্মদ শামসুল ইসলাম। জনাব ইসলাম বলেন “বঙ্গঁবন্ধুর প্রতি ভালোবাসা থেকে এটা করেছি। রাজধানী ঢাকার অফিস পাড়া হিসাবে বিখ্যাত দিল খুশা বানিজ্যিক এলাকার গগনচুম্বী সাত তলা ভবন-অগ্রনী ভবন-অগ্রনী ব্যাংক লিঃ এর হেড অফিস। অগ্রনী ব্যাংক ভবনের সাত তলায় ব্যাংক চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং বোর্ড রুমের পাশেই আকর্ষনীয় সুসজ্জিত “বঙ্গবন্ধু কর্ণার”। ১১৭ কেজি ওজনের বঙ্গঁবন্ধুর আবক্ষ ব্রজ্ঞ মূর্তি, বঙ্গঁবন্ধু প্রসঙ্গেঁ দেশ বিদেশের অর্ধ সহস্র মূল্যবান পুস্তক, বঙ্গঁবন্ধু প্রসঙ্গে প্রাসঙ্গিক ছবির তিনটি এলবাম, প্রামান্য চিত্র, বঙ্গঁবন্ধুর ছবি সম্বলিত পাঁচ ও দশ টাকার বড় নোট সহ বসার ব্যবস্থা। বঙ্গঁবন্ধুর জীবন দর্শন সমকালীন উপমহাদেশীয় সমাজ-রাজনীতির ইতিহাস মুজিব দর্শন পঠন-পাঠন গবেষনার সমাহার ও সংমিশ্রণ-বঙ্গঁবন্ধু কর্ণার-এ-যেনো একটি মিনি যাদুঘর, পাঠাগার। বঙ্গঁবন্ধুর কর্ণার এর স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নকারী গ্রহ্ণ সুহৃদ ব্যাংকার মোহাম্মদ শামস-উল-ইসলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই সংবাদ জানিয়ে এতদ্ সংক্রান্ত আলোক চিত্র উপহার দিলে মাননীয় প্রধানমন্ত্রী সন্তুস প্রকাশ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর সন্তুষ্টি ও সদিচ্ছার প্রেক্ষিতে বর্ত্তমানে ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বঙ্গঁবন্ধু  কর্ণার স্থাপতি হচ্ছে। বঙ্গঁবন্ধু কর্ণার এর স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নকারী ব্যাংকার মোহাম্মদ শামস-উল-ইসলাম এমন মহৎ কর্ম সম্পাদন করতে পেরে আত্বতৃপ্ত।

স্বাধীনতার চেতনায় উদ্ভোদ্ধ অর্থনৈতিক মুক্তির সংগ্রামের নিরন্তর সৈনিক মোহাম্মদ শামস-উল-ইসলাম এর আরেকটি অনবদ্য-অনুপম কাজ অগ্রনী ব্যাংক পরিবার মুক্তিযুদ্ধের স্মৃতি কথা- বিশাল ইতিহাস গ্রহ্ণের প্রকাশ । তার পরিকল্পনা ও নির্দেশনায়ে-গ্রহ্ণ খানা সম্পাদনা করেছেন অগ্রনী ব্যাংক এর এজি.এম আবু হাসান তালুকদার। মুক্তিযুদ্ধের এই গবেষনা গ্রহ্ণের ভূমিকায় অগ্রনী ব্যাংকারের এম.ডি.ও সি.ই.ও. মোহাম্মদ শামস-উল-ইসলাম যথার্যই বলেছেন- “মুক্তিযুদ্ধে হাবিব ব্যাংক লিঃ ও কমার্স ব্যাংক লিঃ এর কর্মকর্তা ও কর্মচারীগণ যেমন যুদ্ধে অংশ গ্রহণ করেছে, তেমনি যুদ্ধ ফেরত এক ঝাক তরুন মুক্তিযোদ্ধাকে বুকে ধারন করেছে অগ্রনী ব্যাংক। এই ব্যাংকে কর্মরত অবসর প্রাপ্ত মৃত সকল মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ কালীন ঘটনা নিয়ে অগ্রনী ব্যাংক পরিবার মুক্তিযুদ্ধের স্মৃতি কথা-নামক বইটি প্রকাশ হচ্ছে। বইটি মুক্তিযোদ্ধাদের স্মৃতির কথা নিয়ে রচিত হলেও এর মধ্যে লুকিয়ে আছে মুক্তিযুদ্ধের সচিত্র ইতিহাস। এভাবে অন্যান্য প্রতিষ্ঠানও যদি তাদের প্রতিষ্ঠানের মুক্তিযোদ্ধাদের স্মৃতি কথা সংরক্ষন করে তবে সকলের সমন্বিত উদ্যোগে রচিত হবে মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গঁ ও প্রকৃত ইতিহাস।

স্বাধীনতা যুদ্ধের পঞ্চাশ বৎসরের দ্বার প্রান্তে এসে জাতীয় পর্য্যায়ে যেখানে মুক্তিযুদ্ধের জাতীয় ইতিহাস রচনাত দুরের কথা বীর মুক্তিযোদ্ধাদের পূর্নাঙ্গঁ তালিকা তৈরী সম্ভব হয় নি, বরং ইতিপূর্বে সরকারী ভাবে প্রকাশিত রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম প্রকাশ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ দায়িত্ব হীনতার পরিচয়ই দেননি বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে। ইতিপূর্বে সরকারের তথ্য মন্ত্রনালয় থেকে খ্যাতিমান কবি হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় লক্ষ লক্ষ টাকা খরছ করে ষোল খন্ডে স্বাধীনতা যুদ্ধের যেইতিহাস প্রকাশ করেছেন তাকে মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গঁ ইতিহাস না বলে মুক্তি যুদ্ধের তথ্য বলা হয়েছে। সেখানে অগ্রনী ব্যাংক লিঃ মুক্তিযুদ্ধ বিষয়ক এই প্রাসঙ্গিঁক ইতিহাস গ্রহ্ণ প্রকাশ করে অগ্রনী ভূমিকাই পালন করলেন।

দূঃখ ও দূর্ভাগ্যজনক ভাবে সাম্প্রতিক কালে সামাজিক মূল্যবোধের মারাত্মক রকমের অবক্ষয়, রুচির নিদারুন দূর্ভিক্ষ এবং কাউয়া কালচার পাপিয়া সংস্কৃতির জোয়ারে দেশ ও জাতি যখন বিপর্য্যস্থ কলংকিত, স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ যখন ভূলুন্টিত তখন মুক্তবুদ্ধির চর্চা এবং জ্ঞান ভিত্তিক ডিজিটাল সমাজ বিনির্মানে বঙ্গঁবন্ধু কর্নার নন্দিত উদ্ভাবন এবং এতদ্ সংক্রান্ত নান্দনিক প্রাসঙ্গিঁক ও প্রয়োজনীয় প্রকাশনা সমাজ বিকাশ ও সমাজ উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।

জীবন সায়াহ্নে, একজন মুক্তি সেনা হিসাাবে, অর্থনৈতিক মুক্তির সংগ্রামের নিরন্তর সৈনিক, স্বাধীনতা চেতনায় উদ্ভোদ্ধ গ্রহ্ণ সুহৃদ মোহাম্মদ শামস-উল-ইসলাম এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও সার্বিক কল্যান কামনা করছি।

[ষাটের দশকের সাংবাদিক ও মুক্তিযোদ্ধা। সিনিয়র এডভোকেট হাইকোর্ট। সাবেক সভাপতি, মৌলভীবাজার প্রেসক্লাব, একটি রাষ্টায়াত্ব বানিজ্যিক ব্যাংক এর সাবেক পরিচালক ও চেয়ারম্যান নির্বাহী কমিটি।]

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com