অষ্ট্রেলিয়ার মেলবোর্ন আওয়ামী লীগের ‘জাতীয় শোক দিবস’ পালন

August 14, 2017,

১২ আগস্ট ভাবগম্ভীরর্য পরিবেশের মধ্য দিয়ে মেলবোর্ন আওয়ামীলীগ ভিক্টোরিয়া শাখার উদ্যোগে ‘জাতীয় শোক দিবস ২০১৭’ পালিতহয়। মেলবোর্ন আওয়ামী লীগ ভিক্টোরিয়া শাখার সভাপতিএহতেশামুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানঅতিথি আন্তর্জাতিক জ্বালানী বিশেষজ্ঞ খন্দকার সালেক সুফি,বিশেষ অতিথি অষ্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবিও লেখক ডাঃ মিল্টন হাসনাত, মেলবোর্ন আওয়ামী লীগভিক্টোরিয়ার সাধারণ সম্পাদক এস এ রহমান অরূপ ও অন্যান্যনেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া টেলিকনফারেন্সের মাধ্যমেবাংলাদেশ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয়কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ সম্পাদক, জনাব আমিনুলইসলাম আমিন।

এক মিনিটের নীরবতার মাধ্যমে ১৫ই আগষ্টের শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে বাঙ্গালী জাতির মুক্তি, বাংলাদেশের স্বাধীনতা ও যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবদানের কথা বিশেষভাবেআলোকপাত করা হয়।

অন্যান্য বক্তারা বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকেধ্বংস করে দেশকে পাকিস্তানী ভাবধারায় ফিরিয়ে নেওয়ায়স্বৈরশাসকদের তীব্র সমালোচনা করেন। মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়েআনতে শেখ হাসিনার দীর্ঘ সংগ্রাম ও হত্যাকারীদের বিচার প্রক্রিয়াসম্পন্ন করায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আমিনুল ইসলাম আমিন বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মানেবঙ্গবন্ধুর মত আত্নত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হতে বঙ্গবন্ধুরসৈনিকদের আহবান জানিয়েছেন।

অনুষ্ঠানে জাতির পিতার দীর্ঘ ও সংগ্রামী রাজনৈতিক জীবনেরউপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া বাংলাদেশেরস্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর পরিবারের আত্নত্যাগ কৃতজ্ঞতার সাথেস্মরণ করা হয়।

উল্লেখ্য এটি ছিল মেলবোর্ন আওয়ামী লীগ ভিক্টোরিয়া, নুতন কমিটিআয়োজিত প্রথম অনুষ্ঠান, অনুষ্ঠানে আগত বঙ্গবন্ধুর চেতনালালন করা সকল বাংলাদেশী’কে কমিটির পক্ষ থেকে আন্তরিকধন্যবাদ জ্ঞাপন করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com