অস্ট্রেলিয়ায় যুবদলের উদ্যোগে দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী

October 27, 2019,

সিডনি রিপোর্টারঃবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা গত ২৭শে অক্টোবর ২০১৯ রবিবার সিডনির লাকেম্বাস্থ কহিনুর ফাংশন সেন্টারে  অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি সাইফুল ইসলাম নিরব। তিনি বলেন,দেশটাকে অবৈধভাবে ক্ষমতায় এসে লুটপাটের দেশে রুপান্তরণ করেছেন।আর ঢাকা শহরকে এখন ক্যাসিনো  শহরে পরিনত করেছেন কিন্তু বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে ২কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে বন্দি করে রেখেছেন।                           বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়ার সংগ্রামী সভাপতি ইয়াসির আরাফাত সবুজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্ঠা ও সাবেক আহবায়ক মোঃদেলোয়ার হোসেন,প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোঃমোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন,সিনিয়র সহ সভাপতি কুদরত উল্লাহ লিটন, সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃনাসিম উদ্দিন আহম্মেদ,সহ সভাপতি মোবারক হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক ইন্জিনিয়ার কামরুল ইসলাম শামীম,স্বেচ্ছাসেবকদলের সভাপতি এ এনএম মাসুম,সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ শিবলু।                     যুবদল অস্ট্রেলিয়ার সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজুর পরিচালনায় বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুবদলের সাধারন সম্পাদক খাইরুল কবির পিন্টু,স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জুমান হোসেন,সাংগঠনিক সম্পাদক জাবেল হক জাবেদ,নিউসাউথওয়েলস বিএনপির সভাপতি অনুপ আন্তনী গোমেজ,এস এম রানা সুমন,অসীত গোমেজ, দিলোয়ার হোসেন,এস এম খালেদ,মোঃফরিদ আহম্মেদ ,শফিকুল ইসলাম,গোলাম রাব্বানী শুভ,আব্দুল করিম,গোলাম রাব্বানী,আরিফুল ইসলাম,পংকজ বিশ্বাস,মাসুম বিল্লাহ,শামছুল আরেফিন রিয়াদ,মতিয়ার রহমান,হাবিব মিয়া,শাহ হাছিবুল কবির নাঈম,ওয়ারিস মাহমোদ প্রমূখ।

মোঃমোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, বিএনপি চেয়ারপারসন যখন কারাগারে যান তখন সবাই দেখেছেন তিনি অসুস্থ অবস্থায় কারাগারে গিয়েছেন। তিনি বিছানা থেকে উঠতে পারেন না, নিজে খাবার খেতে পারেন না, হাঁটতে পারেন না। তিনি যে হাসপাতালে রয়েছেন সেখানে তার প্রপার চিকিৎসা সম্ভব নয়। আমি বারবার বলেছি, তার অধিকার তিনি জামিন পেতে পারেন। কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে তার জামিন আটকে রেখেছে এবং তার জামিন যেন না হয় সে জন্য তারা ব্যবস্থা নিয়েছে।

মোঃদেলোয়ার হোসেন বলেন, এখনও দুঃশাসনের হুমকি প্রতিদিনই তার ওপর বর্ষিত হচ্ছে, তারেক রহমানকে চক্রান্তজালে আটকাতে চলছে নিরন্তর বহুমুখী ষড়যন্ত্র। ক্ষমতা জবরদখলকারীরা অবিরাম কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে গেলেও তারেক রহমানকে তার বিশ্বাস ও আদর্শ থেকে বিন্দুমাত্র টলাতে পারেনি। আওয়ামী লীগ সরকারের নির্যাতন, নিপীড়ন, দুঃশাসনে দেশ আজ ধ্বংসের সর্বশেষ প্রান্তে উপনীত হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা আজ হুমকির মুখে। বহুদলীয় গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলে আবারও একদলীয় শাসনের নিষ্পেষণে সারা জাতিকে বন্দি করা হয়েছে। এই দুঃসময়ে তারেক রহমানের নিঃশংক মনোবল ও দৃঢ় নেতৃত্ব দুঃশাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত করছে।

ইয়াসির আরাফাত সবুজ বলেন,ভোটার বিহীন মিডনাইট আওয়ামীলীগ সরকার অবৈধভাবে আদালতকে ব্যবহার করে বেগম খালেদা জিয়াকে আটকিয়ে রেখেছে তাই  অবিলম্বে উনার মুক্তি না দিলে প্রবাস থেকে বৃহত্তর আন্দোলনে মাধ্যমে সরকারকে পতনের মাধ্যমে উনাকে মুক্ত করার সংকল্প করেন

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com