অস্বচ্ছল মহিলাদের সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পরিষদ ২০১৪-১৫ অর্থ বছরের রাজস্ব তহবিলের আওতায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি এবং প্রশিক্ষিত অস্বচ্ছল মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরন করেছে ।
১১ মে বধুবার দুপুরে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নেছার আহমদ, সাবেক সাংসদ হুসনে আরা ওয়াহিদ।
এছাড়া বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যানগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুটি প্রতিষ্ঠানকে দুটি কম্পিউটার, জেলার প্রশিক্ষিত, অস্বচ্ছল ৮০ জন মহিলাদের মধ্যে সেলাই মেশিন,২০১৪ সালে এসএসসি ও এইচ এস সি পরীক্ষায় জিপিএ এ প্লাস প্রাপ্ত ২০২ জন শিক্ষার্থীদের এককালীন বৃত্তি দেওয়া হয়েছে। এছাড়াও জেলা পরিষদ কর্তৃক পরিচালিত ১৯৫ জন কম্পিউটার প্রশিক্ষনার্থী ও ১০৫ জন সেলাই মেশিন প্রশিক্ষনার্থীদের সনদপত্র দেয়া হয়।
মন্তব্য করুন