অস্বাস্থ্যকর খাদ্য তৈরি করায় ২ রেস্তোরাকে জরিমানা

July 27, 2017,

ওমর ফারুক নাঈম॥ শ্রীমঙ্গল উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করার ২ রেস্তোরা ও ১টিগোস্তের দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার।
বৃহম্পতিবার ২৭ জুলাই বিকেলে শ্রীমঙ্গল স্টেশন রোডে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার দায়ে গ্রাম বাংলা রেস্তোরাকে ৫ হাজার টাকা ও শাহ হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওজনে কম দেওয়ার দায়ে কালিঘাট রোড সানি গোস্তের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন জানান, শ্রীমঙ্গল উপজেলায় অভিযানে আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয় জরিমানা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com