আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ (ভিডিওসহ)

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে ২০২২-২০২৩ অর্থবছরে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ২১ মার্চ দুপুরে সদর উপজেলা অডিটরিয়ামে কর্মসূচীর উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শরীফ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এস.এম. নাগিব মাহফুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আজাদের রহমান।
সংসদ সদস্য নেছার আহমদ বলেন, আমরা কৃষি নির্ভর দেশ এবং কৃষকদের উপর নির্ভর করেই আমরা একদিন সোনার বাংলায় গিয়ে পৌঁছবো। কাজেই জাতির পিতা দেশ গড়ার আন্দোলনে প্রথমেই সম্মানিত কৃষক ভাইদের কথা উল্লেখ করেছেন, উর্বর মাটির কথা উল্লেখ করেছেন। প্রথম থেকেই বঙ্গবন্ধু কৃষি বিপ্লবের জন্য ঘোষণা দিয়েছিলেন। পৃথিবীতে যে যে দেশগুলো উন্নত হয়েছে তারা দুইটি বিপ্লবের মাধ্যমে উন্নত দেশে গিয়ে পৌঁছেছে। একটি হলো কৃষিবিপ্লব আরেকটি হলো শিল্পবিপ্লব।
তিনি আরও বলেন, আমাদের দেশ কৃষি প্রধান দেশ এর সাথে আমরা আজকে শিল্পবিপ্লবেও অনেক দূর এগিয়ে গিয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিকল্পনা করে আরম্ভ করেছিলেন স্বাধীনতা বিরুধী শক্তি আমাদের মুক্তিযোদ্ধের পক্ষে শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে ১৫ আগস্টের ঘটনা ঘটায়। যা জাতিকে অনেক পিছিয়ে দেয়। অনুষ্ঠান শেষে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
মন্তব্য করুন