আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুড়ীতে বিক্ষোভ মিছিল

March 23, 2025,

জুড়ী প্রতিনিধি : আওয়ামীলীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার ২২ মার্চ রাত ১০টায় উপজেলার নিউ মার্কেট থেকে বের হয়ে উপজেলার চৌমুহনী এলাকায় এই বিক্ষোভ গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা “হই হই রই রই আওয়ামী লীগ গেল কই”, আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না, অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে করতে হবে” ইত্যাদি শ্লোগানে মিছিলটি মুখরিত করে তুলেছিলেন। বিক্ষোভরত সাধারণ শিক্ষার্থী আফজাল হোসেন বলেন, ‘সন্ত্রাসী ও দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় এবং জুলাই-আগষ্ট গণহত্যায় জড়িত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এবং এই সন্ত্রাসী সংগঠনের গণহত্যায় জড়িতদের গ্রেফতার করে অনতিবিলম্বে আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত শাস্তি কার্যকর করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন যুব নেতা শাহিন আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুহেল আহমদ, যুগ্ম-আহ্বায়ক রুয়েল আহমদ, সাধারণ শিক্ষার্থী আমির হামজা, মো: আব্দুল্লাহ, আব্দুর রহমান মিসবাহ, আমির হোসেন, ছাত্রনেতা ফরিদ উদ্দিন,উপজেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক হাফিজ শাহাব উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com