(ভিডিওসহ) আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশায় এম.এ রহিম সমর্থক গোষ্ঠির ব্যানারে মৌলভীবাজারে শোডাউন
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশায় এম.এ. রহিম (সি.আই.পি) সর্মথক গোষ্ঠির আয়োজনে মৌলভীবাজার শহরে বিশাল শোডান হয়েছে।
বৃহস্পিতাবার ১ নভেম্বর দুপুরে মৌলভীবাজার শহরের বেরিরপাড়স্থ নির্বাচনী প্রচারণার প্রধান কার্যালয় থেকে একটি বিশাল র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। দৃষ্টি নন্দন র্যালিতে আওয়ামীলীগ সরকারের নানা উন্নয়নের ছবি, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, জয়, আওয়ামীলীগের লগো, নৌকা প্রতীকের ছবি,এম এ,রহিম এর ছবি ও মনোনয়ন প্রত্যাশার নানা শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে নানা বয়সী মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। র্যালিতে পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।
বর্ণাঢ্য র্যালি শেষে উপস্থিত নির্বাচনী প্রচারণার প্রধান কার্যালয় প্রাঙ্গণে কর্মী, সমর্থক ও শোভাকাঙ্খিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সাবেক বিট্রিশ কাউন্সিলর ও যুক্তরাজ্য আওয়মীলীগের সহ-সভাপতি এম.এ রহিম (সি.আই.পি)। তিনি মনোনয়ন প্রত্যাশায় শহর জুড়ে এই শোডাউনে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোটদিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশ ও জনগণের উন্নয়ন হয়। তাই দল যাকে মনোনয় দিবে বিজয়ী করতে তার পক্ষে কাজ করতে হবে। তিনি বলেন দলীয় মনোনয়ন প্রাপ্তির লক্ষ্যে আমি দীর্ঘদিন থেকে মাঠে কাজ করছি। ছাত্র জীবন থেকে আমি ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলাম এখন জাতীর জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের কর্মী হয়ে মাঠে কাজ করছি। দেশ বিদেশেও জনকল্যাণ মূলক কাজ করেছি ও করছি। ওয়ান ইলিভেনে নেত্রীর মুক্তি চাইতে গিয়ে কারাবরণ করেছি। নেত্রীর নির্দেশেই এখন মাঠে কাজ করছি। একজন রাজনীতিবীদ হিসেবে জনপ্রতিধি হওয়ার স্বপ্ন প্রত্যাশা সবার মত আমারও আছে। এই আসনের সম্মানিত জনগণ আমি জনপ্রতিনিধি হব আমার মত এমন প্রত্যাশা তাদেরও।
নির্বাচনী প্রচারণা কালে তারা সেই সমর্থন ও আজকের র্যালিতে সকলের উপস্থিতি তাই প্রমাণ করে। তিনি দেশ রতœ জননেত্রী শেখ হাসিনার কাছে দলীয় মনোনয়ন চান এবং সকলের সহযোগীতা,দোয়া ও আর্শিবাদ চান। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন তার সহোদর বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মুজিবুর রহমান মুজিব, আব্দুস শাকুর, সুলেমান আহমদ,দেলোয়ার হোসেন খান, মজম্মিল হোসেন নানু, সাত্তার মিয়া, আব্দুল মুহিত, মুমিন মিয়া প্রমুখ।
মন্তব্য করুন