আওয়ামীলীগ বাংলাদেশের একমাত্র ভবিষ্যৎ -শেখ হাসিনা
আবু তাহির॥ আণবিক শক্তি কমিশনের উদ্বোধনী অধিবেশনে যোগ দিতে সোমবার ভিয়েনা পৌঁছনোর পরপরই গ্র্যান্ড হোটেলে অস্ট্রিয়া আওয়ামী লীগের দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভিয়েনার আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও ঘূর্ণিঝড় মোকাবেলায় সব প্রস্ততি গ্রহণের কথা জানান শেখ হাসিনা। তিনি বলেন, æ১০ নম্বর সিগন্যাল দিয়েছে, আমরা অনবরত খবর রাখছি। সব মানুষকে শেল্টারে নেওয়া হয়েছে।
বিএনপির নেতিবাচক কর্মকা-ের বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।বিদেশিদের কাছে তুলে ধরতে হবে, কীভাবে তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে
দশম জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে ২০১৪ সালে বিএনপি-জামায়াতের লাগাতার হরতাল-অবরোধে গাড়িতে আগুন দেওয়ায় শতাধিক মানুষকে হত্যা করে তারা। শেখ হাসিনা বলেন, æআগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারল, আর তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না?æযারা পরিকল্পিতভাবে হত্যাকা- চালিয়েছে; অবশ্যই এর বিচার হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে অস্ট্রিয়া আওয়ামীলীগ এর সভাপতি মোহাম্মদ নাসিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল কবির এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি অনীল দাসগুপ্ত,সাধারণ সম্পাদক এম এ গনি যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মোহাম্মদ শরীফ, সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
মন্তব্য করুন