আওয়ামী যুবলীগের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক’কে বৃষ্টল বাথ ও ওয়েষ্ট শাখারএর পক্ষ থেকে অভিনন্দন
সাউথ ওয়েষ্ট প্রতিনিধি॥ যুক্তরাজ্য যুবলীগ বৃষ্টল বাথ ও সাউথ ওয়েষ্ট শাখার সভাপতি সাবেক ছাত্রনেতা খায়রুল আলমলিংকন ও সাধারন সম্পাদক বদরুল আলম লিটন এক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নব-নির্বাচিত চেয়ারম্যানশেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মঈনুল হাসান খান নিখিল কে যুবলীগ বৃষ্টল বাথ ও সাউথ ওয়েষ্ট শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন স্বাধীনতার পর ১৯৭২ সালের ১১ নভেম্বর যুবকদের সংগঠিত করার লক্ষ্য নিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী যুবলীগ গঠন করেন।
প্রতিষ্ঠালগ্নে সংগঠনটির দায়িত্ব দেন নিজের ভাগ্নে মুক্তিযুদ্ধের অন্যতমসংগঠক শেখ ফজলুল হক মনিকে। দুই বছরের মাথায় কংগ্রেসের মাধ্যমে শেখ মনিকেই যুবলীগের প্রথম চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
এরই ধারাবাহিকতায় সম্মেলনের মাধ্যমে যুবলীগের একটি চমৎকার কমিটি গঠিত হয়েছে। যুবলীগের প্রতিষ্ঠাতার সন্তানের হাতেইযুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। শেখ পরশ অত্যন্ত শিক্ষিত ও মার্জিত মানুষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেইংরেজি সাহিত্যে অনার্স করেছেন,এরপর যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। তিনি একটি প্রাইভেটবিশ্ববিদ্যালয় এর অধ্যাপক।
যুবলীগ সাধারণ সম্পাদক নিখিলের প্রশংসা করে তারা বলেন, সাধারণ সম্পাদক হিসেবে যাকে দায়িত্ব দেয়া হয়েছে তিনিওভালো মানুষ। তাকে নিয়ে বিন্দুমাত্র প্রশ্ন নেই। তাদের নেতৃত্বে যুবলীগ যুবসমাজের ভ্যানগার্ড হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।
নতুন কমিটি দেশে এবং বিদেশে যুবলীগকে আরো শক্তিশালী করতে তাঁদের যোগ্যতা ও মেধা কাজে লাগিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকেআরো শক্তিশালী করবেন এমনটাই প্রত্যাশা করেন তারা।
সম্মেলনের মাধ্যমে যুবলীগের সৎ, মেধাবী ও পরিচ্ছন্ন নেতৃত্ব উপহার দেয়ায় গণতন্ত্রের মানষকন্যা, বিশ্বনেত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি নিয়েছেন তা সফল করর জন্য নব নির্বাচিত কমিটি কাজ করবেএই প্রত্যাশা করে ক্যাসিনো কা-সহ দুর্নীতিতে জড়িত কেউ যেন যুবলীগ এর কমিটিতে স্থান না পায় সে দিকে
বাংলাদেশ যুবলীগ এর নব-নির্বাচিত সভাপতি সম্পাদকের নিকট আহ্বান জানান যুবলীগ সভাপতি খায়রুল আলম লিংকন ।
মন্তব্য করুন