আকবেট সিলেটের উদ্যেগে মৌলভীবাজারের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে যুক্তরাজ্য ভিত্তিক মানবিক সংগঠন আকবেট সিলেট এর উদ্যেগে মৌলভীবাজারে বন্যা পরবর্তী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১১ নভেম্বর মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল আলীম মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মৌলভীবাজার জেলা সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি ও জিএসসি ইউকে এর মৌলভীবাজার শাখার সভাপতি ডা: ছাদিক আহমদ।
মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাউর রহমান, উলুয়াইল আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ, দৈনিক দিনকাল প্রতিনিধি সৈয়দ মমসাদ আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, রুপালী বাংলাদেশ এর সিনিয়র রিপোর্টার মো: সাহজান মিয়া, ডা: আব্দুর রহমান। ফ্রি মেডিকেল ক্যাম্পে বন্যা কবলিত উলুয়াইল, লালাপুর ও মাহতাবপুর এলাকার শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা সেবা শেষে ফ্রি ঔষধ দেয়া হয়।
চিকিৎসা সেবায় ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা: পরিতোষ, মেডিকেল অফিসার ডা: আমিনা নাসরীন তান্নী, মিডওয়াইফ মাহমুদা আক্তার পপি।
উল্লেখ্য এর আগে আকবেট মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ এলাকায় ও জেলার রাজনগরের কদমহাটা এলাকায় বন্যা দূর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।
মন্তব্য করুন