আগামী নির্বাচনে নৌকাকে জয়ী করতে সব বিভেদ ভুলে কাজ করতে হবে-পরিবেশমন্ত্রী
হারিস মোহাম্মদ॥ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, আপনাদের সুখ দুঃখের কথা আমি শুনেছি। আমি শোনার মানুষ। সমস্যায় পড়ে রাত ২ টার সময়ও আমার বাড়ীতে গেলে আমার বাড়ীর দরজা খোলা থাকে। আপনারা আপনাদের সুখ-দুঃখের কথা বলে ফেলেছেন। এসব বললে দুঃখ কমে যায়। এখন আর কারোও মনে দুঃখ থাকবে না। সব বিভেদ ভুলে আগামী নির্বাচনে নৌকাকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
পরিবেশমন্ত্রী জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রসঙ্গে বলেন, ফুলতলার নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলীয় নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে কাজ করে বিজয়ী করতে হবে। রোববার ২৭ নভেম্বর জুড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সন্ধ্যা ৬ টা থেকে ১০ টা পর্যন্ত টানা ৪ ঘন্টা এ বর্ধিত সভা চলে। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাসের সঞ্চালনায় বর্ধিত কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য এস এম জাকির হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, সহ-সভাপতি এডভোকেট আব্দুল খালিক, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লেমন, পশ্চিমজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রাম ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।
সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতারা তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন।
মন্তব্য করুন