আগামী প্রজন্মের জন্য সাম্প্রদায়িকমুক্ত সমাজ বিনির্মানে এগিয়ে আসতে হবে-পুলিশ সুপার
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বলেছেন জঙ্গীবাদ, সন্ত্রাস, নাশকতা জাতীয় সমস্যা হয়ে দাড়িয়েছে। এ সমস্যার উত্তরনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি সমাজের ইমাম, পুরোহিত, শিক্ষক, অভিবাবকসহ সবাইকে আন্তরিক সহযোগিতার মাধ্যমে জঙ্গীবাদের চেতনার শিকড় উৎপাঠন করে প্রজম্মের জন্য সাম্প্রদায়িকমুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মানে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন কিছু সংখ্যক দুস্কৃতিকারী ফায়দা হাসিলের অপচেষ্টা করতে পারে। এদের বিরুদ্ধে কড়া নজরদারী রাখা হলে সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করা সম্ভব হবে। কুলাউড়া পৌরসভা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে ২৫ জুলাই সোমবার পৌর শহরের মান্নান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কুলাউড়া পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ছানোয়ার আলী ছনুর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলার ইকবাল আহমদ শামীম ও হোসেন মনসুরের পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ইউএনও তাহসিনা বেগম, মেয়র শফি আলম ইউনুছ। স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা (পিপিএম)।
সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রেখে জঙ্গীবাদ প্রতিরোধ ও শহরের যানজটসহ স্থানীয় সমস্যার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু, অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া প্রেসক্লাব সাবেক সভাপতি সুশীল সেন গুপ্ত, উপজেলা জাসদ সভাপতি মইনুল ইসলাম শামীম, কুলাউড়া পৌর আওয়ামীলীগ সম্পাদক গৌরা দে, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব ফজলুল হক ফজলু, সাপ্তাহিক সংলাপ সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাপ্তাহিক হাকালুকি’র নির্বাহী সম্পাদক এম. আতিকুর রহমান আখই, সড়ক পরিবহন সম্পাদক রাজু আলী রাজুম, ব্যবসায়ী নেতা মাহবুব প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আনোয়ার হোসেন, কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জুনায়েদ আলম সরকার, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারন সম্পাদক জাফর আহমদ গিলমান, দি নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, বাংলামেইল প্রতিনিধি সেলিম আহমেদ, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশের কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অরবিন্দু ঘোষ বিন্দুসহ পৌর কাউন্সিলার, শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিক, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন