আগামী ৪ জুন নির্বাচন : মৌলভীবাজারে ১২ ইউনিয়নে ৫৩ চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত, ৪ জনের মনোনয়ন প্রত্যাহার : বৃষ্টি উপেক্ষা করে প্রচারণা
হোসাইন আহমদ॥ মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৩ ও পুরুষ সদস্য পদে ৪২১ জন প্রার্থী চুড়ান্ত হয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৯ মে বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত তারিখে ৪ জন চেয়ারম্যান, ৯ জন সাধারণ পুরুষ সদস্য প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং ২ জন পুরুষ সদস্যের মনোনয়ন বাতিল করা হয়েছে।
চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন, কামালপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালিক, মোস্তফাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রকিব আহমদ, একাটুনা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শাহ্ গিয়াস উদ্দিন, খলিলপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রুমন আহমদ।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার ১২ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৮৫ হাজার ৫৮৭ জন। তন্মধ্যে পুরুষ ৯২ হাজার ৯৩৬ জন। আর মহিলা ৯২ হাজার ৬৮১ জন।
৪ জুন নির্বাচনকে সামনে রেখে ২০ মে শুত্রুবার প্রতীক বরাদ্ধের পর থেকে পুরোধমে মাঠে প্রচারণায় নেমেছেন প্রার্থীর। লাগাতার বৃষ্টি, প্রতিকূল পরিবেশ ও নি¤œাঞ্চলে বন্যা থাকার পরেও প্রচারণা থেকে এক মূহুর্তের জন্য বিরত থাকছেন না তারা। নিজেদের পক্ষে জনমত তৈরি করতে মরিয়া হয়ে উঠেছেন প্রার্থীরা। সমর্থকদের নিয়ে গ্রাম-অঞ্চলের মেঠেপথে প্রচারণা করতে দেখা যায়। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র চলছে নির্বাচনী আলাপ।
এবারের নির্বাচনে মৌলভীবাজার সদরের প্রতিটি ইউনিয়নে একাধিক চেয়ারম্যান প্রার্থী থাকলেও লড়াই হবে মুলত নৌকা ও ধানের শীষ প্রতিকের মধ্যে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে চুড়ান্ত প্রার্থীরা হলেন গিয়াসনগর ইউনিয়নে গোলাম মোস্তফা (আওয়ামী লীগ), জমসেদ (বিএনপি), কামরুল ইসলাম (স্বতন্ত্র), আব্দুল মুকিত (স্বতন্ত্র), রানু মিয়া (স্বতন্ত্র), সাজ্জাদ আহমদ সুইট (স্বতন্ত্র), জিলা মিয়া (স্বতন্ত্র)। নাজিরাবাদ ইউনিয়নে আশিকুর রহমান (আওয়ামীলীগ), আশরাফ উদ্দিন আহমদ (বিএনপি), সৈয়দ এনামুল হক রাজা (স্বতন্ত্র),মাহমুদুর রহমান (স্বতন্ত্র)। কামালপুর ইউনিয়নে আপ্পান আলী (আওয়ামী লীগ), ফয়সল আহমদ (বিএনপি), আব্দুল মালিক (জাতীয় পার্টি), আলাউর রহমান (স্বতন্ত্র), আক্তারুজ্জামান (স্বতন্ত্র), মোহাম্মদ খুরশীদ (স্বতন্ত্র), মাসুক মিয়া (স্বতন্ত্র)। কনকপুর ইউনিয়নে জুবায়ের আহমদ (আওয়ামীলীগ), মাসুকুর রশিদ চৌধুরী (বিএনপি) রেজাউর রহমান চৌধুরী (স্বতন্ত্র), ইঞ্জিণিয়ার জহিরুল ইসলাম (স্বতন্ত্র)। আমতৈল ইউনিয়নে সুজিত চন্দ্র দাস (আওয়ামীলীগ), রানা খান শাহিন (বিএনপি), এম এ মুহিত (স্বতন্ত্র)। আপার কাগাপলা ইউনিয়নে মোঃ আমির উদ্দিন (আওয়ামীলীগ) জি এম এ মুক্তাদির রাজু (বিএনপি), আব্দুল সালাম (স্বতন্ত্র), আব্দুল মতিন (স্বতন্ত্র)। একাটুনা ইউনিয়নে আবু সুফিয়ান (আওয়ামীলীগ), মুহিতুর রহমান হেলাল (বিএনপি), নজরুল রহমান (স্বতন্ত্র)। আখাইলকুড়া ইউনিয়নে শেখ বদরুজ্জামান চুনু (আওয়ামী লীগ), শামিম আহমদ (বিএনপি), সেলিম আহমদ (স্বতন্ত্র), ফখরুুজ্জামান (স্বতন্ত্র), খয়েজ আহমদ (স্বতন্ত্র)। চাঁদনীঘাট ইউনিয়নে সৈয়দ মশাহিদ আলী (আওয়ামীলীগ), মোশাররফ হোসেন বাদশা (বিএনপি) সাদিকুর রহমান (স্বতন্ত্র), আখলাই মিয়া (স্বতন্ত্র)। মোস্তফাপুর ইউনিয়নে মোঃ তাজুল ইসলাম তাজ (স্বতন্ত্র) রুমেল আহমদ (আওয়ামীলীগ), ফয়ছল আহমদ (বিএনপি)। খলিলপুর ইউনিয়নে অরবিন্দু পাল (আওয়ামীলীগ) রাজা মিয়া (বিএনপি), জুয়েল আহমদ (জাতীয় পার্টি), আবু মিয়া চৌধুরী (স্বতন্ত্র)। মনুরমুখ ইউনিয়নে এমদাদ হোসেন (আওয়ামীলীগ) খালিসুর রহমান (বিএনপি), আশিকুর রহমান (স্বতন্ত্র), আব্দুল হক সেফুল (স্বতন্ত্র), আজিজুল হক (স্বতন্ত্র)।
মন্তব্য করুন