আগুনে পুড়ে যাওয়া ৪টি পরিবারকে গৃহ সামগ্রী দেন শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট
স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামে আগুনে পুড়ে যাওয়া ৪টি পরিবারকে গৃহ সামগ্রী দেয়া হয়েছে।
৪ মে মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট মৌলভীবাজারের পক্ষ থেকে গৃহ সামগ্রী পৌছে দেওয়া হয়েছে।
গৃহ সামগ্রীর মধ্যে রয়েছে কোরআন শরীফ, জায়নামাজ, নগদ অর্থ, তুশক, বালিশ, মাধুর, শাড়ি, লুঙ্গি, মশারী প্লেইট, গ্লাস, জগ, মগ, বালতি, ভাত ও তরকারির পাতিল, চামচ, বদনা, চাল, মিষ্টি কুমড়া, লাউ, তেল, সাবান, চিনি, চাপাতা, সেমাই, দুধ, ময়দা, মোমবাতি, গ্যাস লাইট , ইফতার ও ঈদ উপহার।
এসময় শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি ও মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়াম্যান হাফিজ আলাউর রহমান টিপু বলেন কোন মানুষ বিপদে পরলে অন্য মানুষ এগিয়ে আশা তাকেই বলে মানুষ মানুষের জন্য, আমরা শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট আগুনে পুড়ে যাওয়া ৪টি পরিবারকে গৃহ সামগ্রী দিয়েছি,আমাদের মত আরো অনেক সংগঠন এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা করছি আমরা।
গৃহ সামগ্রী দেওয়াতে আরো উপস্থিত ছিলেন শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট এর উপদেষ্টা দিলদার মিয়া,তুষার আহমদ,মঈনুল হক, ও শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট এর সদস্য বৃন্দ।
উল্লখ্যে ১ মে শনিবার সকালে রাজনগরের সোনাটিকি গ্রামে ইলিয়াছ মিয়ার বাড়িতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবী করেন ইলিয়াছ মিয়া। প্রথমে ইলিয়াছ মিয়ার ঘরে আগুন লাগে। আগুন মুহুর্তের মধ্যে প্রতিবেশী আঃ আহাদ মিয়া, হুরমত মিয়া ও ছালিক মিয়ার ঘরে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের দাবী অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।
মন্তব্য করুন