আগে কেউ মরো না
May 29, 2020,
সায়েক আহমদ॥
ধরো না, ধরো না কেউ
খালি হাতে ধরো না,
সরো না সরো না কেউ
বাসা হতে সরো না।
যদি যাও বাইরে
হাত ধোও ভাই রে-
এর চেয়ে ভালো,
আর কিছু নাই রে!
মুখে মাস্ক না দিয়ে
বাইরে যেও না
রাস্তায় দাঁড়িয়ে
কোন কিছু খেও না!
মুখে মাস্ক, হাতে গ্লাভস
ছোটখাটো যুদ্ধ
বাসায় বসেই করো
করোনাকে রুদ্ধ!
সারা দেশ জুড়ে আজ,
ধেয়ে এল করোনা-
ভুল করে মরবার,
আগে কেউ মরো না!
[সায়েক আহমদ, প্রাবন্ধিক, কলাম লেখক, শিশু সাহিত্যিক, ০১৭১২৯৬২৩৯৩]
মন্তব্য করুন