আতা গাছে তোতা পাখির কথা
সাদেক আহমেদ॥ সেই গানের মত “আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এতো ডাকি তবু কেন কথা কয়না বউ”। কার না স্বাদ লাগে জীবনে একটি সুন্দরী বউ বিয়ে করে ঘরে নিয়ে আসতে। তবু এ গানের সুত্র ধরে অনেক কথাই বলতে হয়। আন্তর্জাতিক অজ্ঞনে বাংলাদেশ ঘিরে চর মহাচর এজেন্টরা বাংলাদেশের অলীগলীতে চোষে বেড়াচ্ছে। এদেশে সন্ত্রশীদের দাপটে সাধারণ ও শান্তি প্রিয় মানুষের ঘুমও হারাম হয়ে গেছে। সুন্দরী বউ ঘরে তুলার পরেও বাসর রাতেও বউ চুপচাপ। অথচ বউয়ের মুখে একটু মিষ্টি কথা কেনা শুনতে চায়? আমাদের দেশে ভারত থেকে এসে তথ্যমন্ত্রী বাহাদুর বলে ফেল্লেন যে, পাকিস্তানের বেলুচিসন্থান কথা। ঠিক যেন তোতা পাখির মত শিখানো বুলি তার মুখ দিয়ে বেড়িয়ে এল। এতে বলতে হয় যে, আমরা বাংলাদেশীরা কোন দেশের আভ্যন্তরীন ব্যপারে নাক না গলানো এবং যে কোন রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে স্বাধীন পররাষ্ট্রনীতির ব্যপারে বাংলাদেশের পররাষ্ট্র নীতি পরিচালিত হয়। কারণ বাংলাদেশ এমনিতেই একটি ছোট দেশ যে কোন দেশের স্বাধীণতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের নিরপক্ষতা বজায় রাখা শ্রেয়। পাকিস্তানের সাথে তাদের সৎ প্রতিবেশী এশিয়ার উদীয়মান অর্থনৈতিক ও সামরিক শক্তি চীনের সু-সম্পর্ক বজায় রেখে চলেছে। তাই বাংলাদেশের সাথে এখন কার বন্ধুত্ব সেটা থেকে বড় দূরদেশ আমেরিকা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিত ও গণতন্ত্র নিয়ে সোচ্চার থাকা সত্বেও বাংলাদেশে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন থেকে বহুদিন ধরে দুরে অবস্থন করছে। তাই বিশ্¦ বাসি অবাক বিশ^য়ে তাকিয়ে রয়, এজাতি হারবার নয়। কাশ্মিরে মানবাধিকার লংগন প্রতিনিয়ত নারী ও শিশু হত্যা বন্ধ কল্পে ওআইসি মহাসচিব বাংলাদেশ সফরে এসে ওআইসি সম্মেলনের কথা বলতে পারতেন। তথ্য মন্ত্রী ভারত থেকে এসে কাশ্মিরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেক জানিয়ে কথা বললে এটা তোতা পাখির পর্যায়ে যেত না। তাই যে কোন কথা বলে ফেল্লে আর ফেরত আনা যায় না। যে কোন জিনিস ফেরত আসে শুধু মখের কথা ফেরত আসে না। তাই তো আতা গাছে তোতা পাখির কথা আমার অনেক মনে পড়ছে। মানুষ কেন তোতাপাখির মত কথা বলে মানুষ তো সৃষ্টির সেরা জীব। আসরাফুল মাখলুকাত (সৃষ্টির সেরা জীব)। তবে বাংলাদেশের মানুষেরা মহান আল্লাহ কাছে কি পর্যায়ে আছেন আল্লাহ তায়লাই ভালো জানেন। তবু এখন কোন থকা বলা যাবে না, চারি দিকে শুনি বিভিন্ন অলিগলিতে চর দের অবস্থান। ভারত যখন বন্যায় ডুবে তখন এদিকে আমার খারাপ লাগে।
মন্তব্য করুন