(ভিডিওসহ) আত্বরক্ষা ও ন্যায় বিচারে মেয়েদের ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার॥ গণসাক্ষরতা অভিযান ও ব্রাক রেডিও পল্লীকন্ঠ এর যৌথ উদ্যোগে কিশোরীদের আত্বরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরন বিষয়ে সচেতনতা এবং ন্যায় বিচারে ক্ষমতায়ন শীর্ষক কার্যক্রমের পরিচিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৭ নভেম্বর সকালে মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষর অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। এসময় কিশোরীদের সচেতন করা যাতে তারা নিজেরাই আত্বরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে এ বিষয়ে সরকারের পাশাপাশি সামাজিক সচেতনাবৃদ্ধির আহবান জানান। বাল্য বিবাহ বন্ধ ও কর্মক্ষেত্রে নারী সুরক্ষায় কঠোর আইন প্রনয়নের দাবী জানান তিনি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ মো: আনোয়ারুল হক, ব্রাক এর সিইপি পরিচালক আন্না মিন্জ ও রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদী হাসান প্রমুখ।
মন্তব্য করুন