আদর্শ কনকপুর ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন আয়োজিত সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নে সমন্বিত উন্নয়ন উদ্যোগ-১৬ বাস্তবায়ন করার লক্ষ্যে ও আদর্শ কনকপুর ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে শিক্ষা,পরিবার পরিকল্পনা,স্যানিটেশন,পুষ্ঠি, সামাজিক নিরাপত্তা কর্মসুচি ইত্যাদি নিয়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কাজ শুরু হয়েছে।
২৯ অক্টোবর শনিবার কনকপুর ইউপির পতন গ্রামে এ কাজের উদ্ভোধন করেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান শিকদার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারুক আহমদ, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ আলাউর রহমান টিপু, ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী, আবু সুফিয়ান, শাহবন্দর যুব সংস্থার প্রধান পৃষ্টপোষক খালেদ চৌধুরী, জেলা গালস্ এসোসিশেনের সম্পাদক মাধুরী মজুমদার সহ কনকপুর ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কনকপুর ইউনিয়নের ৩৮৬০টির খানার তথ্য সংগ্রহে উপজেলা পর্যায়ের ৪৫জন কর্মকর্তার ততা¡বধানে সরকারী কর্মকর্তাদের সম্বনিত প্রয়াসে ৪৬০জন তথ্য সংগ্রহকারীর তথ্য সংগ্রহের কাজ পরিচালিত হয়। জেলা প্রশাসন সুত্র জানায় সিলেট বিভাগের ৩টি জেলার ৩টি ইউনিয়নে পাইলট প্রকল্প হিসেবে এই কাযক্রম চলছে।
মন্তব্য করুন