আনছারুল্লাহ বাংলাটিমের হত্যার হুমকি বড়লেখায় ১ মাস ধরে পুলিশি নিরাপত্তায় সংখ্যালঘু স্কুল শিক্ষক
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় জঙ্গী সংগঠন আনছারুল্লাহ বাংলাটিমের হত্যার আশংকায় সংখ্যালঘু এক স্কুল শিক্ষককে ১ মাস ধরে সাদা পোষাকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ। সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তায় এ শিক্ষক কর্মস্থলে যাতায়াতসহ সবধরনের নিত্য-নৈমিত্তির কাজকর্ম করছেন।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, শিলুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার দাস বিভিন্ন মাধ্যমে জঙ্গী সংগঠন আনছারুল্লাহ বাহিনী বাংলাটিমের (এটিবি) হত্যার হুমকি পান। ১২ জুন একটি জাতীয় দৈনিকের (প্রথমআলো) তৃতীয় পৃষ্টায় ‘নিরাপত্তাহীনতায় ১৩ শিক্ষক’ নামক একটি সংবাদ ছাপা হয়। এ সংবাদে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে বড়লেখার হিন্দু স্কুলশিক্ষক প্রদীপ কুমার দাসও জঙ্গীগোষ্ঠীর হত্যা তালিকার একজন বলে উলে¬খ করা হয়। এ দিন হত্যার হুমকিতে আতংকিত সংখ্যালঘু স্কুলশিক্ষক প্রদীপ কুমার দাস নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন।
বড়লেখা থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান প্রদীপ মাস্টারের জিডির পর উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে ১৫ জুন থেকে সাদা পোষাকে তাকে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেয়া হচ্ছে। তিনি যতদিন চাইবেন পুলিশ ততদিনই তাকে নিরাপত্তা দেবে।
প্রদীপ কুমার দাস জানান, তিনি ইসলাম ধর্ম নিয়ে কখনও কটুক্তি করেননি। পূর্ববর্তী কর্মস্থলের একটি পক্ষ ষড়যন্ত্রমুলক তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করে।
মন্তব্য করুন