আনাগোনা ক্রেতা হলেও শ্রীমঙ্গলে জমেনি পশুর হাট
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ কুরবানির ঈদ দরজায় কড়া নাড়ছে। কুরবানির ঈদের বাকি আর একদিন। বাজারে আসছে গবাদিপশু। কিন্তু ক্রেতা কম থাকায় এখনও জমে উঠেনি শ্রীমঙ্গলের পশুর হাট। ক্রেতারা বাজার দেখছেন, কেউ কেউ ক্রয় ও করছেন, তবে তা এই সময়ের তুলনায় খুবই কম।এবার উপজেলার বাজারগুলোতে দেশি গরুর সংখ্যা বেশি চোখে পড়ছে।
শ্রীমঙ্গল উজেলার সাগরদিঘির পশুর হাট ঘুরে দেখা যায়-বেচাকেনায় অনেকটা মন্দাভাব। শহরতলী থেকে আসা গরুর পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে এসেছেন বেপারিরা। শহরের একমাত্র পশুর হাট সাগরদিঘী গরু বাজারে কোরবানির ঈদ এলেই ব্যস্ততা বেড়ে যায়। বাজারের সংস্কার কাজ করা হয়। বাড়ানো হয় তহশিল সংখ্যা।এবারও তার ব্যতিক্রম হয়নি। কর্তৃপক্ষ তহশিল সংখ্যা ও বাড়িয়েছেন। বাড়ানো হয়েছে বাজারের জনবলও।সব ধরনের প্রস্তুতি শেষে এবার জমজমাট বেচাকেনার অপেক্ষায় রয়েছেন কর্তৃপক্ষ।
গরু বাজারের কর্তৃপক্ষ জানিয়েছেন- এখনও বিকিকিনি জমজমাট হয়নি। তবে সময় ঘনিয়ে আসার সাথে সাথে বেচাকেনাও জমে উঠবে। বাজারের শৃঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব জনবল দায়িত্ব পালন করছে। শ্রীমঙ্গল থানা প্রশাসনের উদ্যোগে গরু বাজারে সিসি ক্যামেরা নজরদারি করা হয়েছে।
উপজেলায় কোরবানির বিভিন্ন হাটে পশুর বাজার বসতে শুরু করেছে। তবে গতকাল বুধবার পর্যন্ত বেচা-বিক্রি তেমন একটা জমে উঠেনি। ক্রেতারা বাজারে এসে পশুর দর-দাম দেখছেন।
মন্তব্য করুন