শ্রীমঙ্গলে সাবেক এমপি’র ঘনিষ্ঠ প্রভাবশালীর বিরুদ্ধে আনারস বাগান দখলের অভিযোগ
স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে সাবেক এমপি’র ঘনিষ্ঠ এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে জোর পুর্বক আনারস বাগান দখলের অভিযোগ উঠছে।
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর বিকেল ৫ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শ্রীমঙ্গল শহরের বিটিআরআই এলাকার মৃত বাদশা মিয়ার পুত্র মো: আবু তাহের ওরফে তাহের বাবুর্চি। তিনি শহরের জালালিয়া সড়কের সৈয়দ চৌধুরীর পুত্র ও উপজেলার উত্তরসুর এলাকার সখিনা সিএনজি রিফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশনের মালিক মো: শের আলী চৌধুরী হেলাল এর বিরুদ্ধে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মো: আবু তাহের লিখিত বক্তব্যে বলেন, শ্রীমঙ্গল উপজেলার বালিশিরা মৌজায় বিভিন্ন দাগে বেগুনবাড়ি এলাকায় তার পরিবারের পাট্টা রকম ৬ একর ৭১ শতাংশ ভূমি এবং নির্মল ঘোষ, তাপস ঘোষ গং হতে লিজ নেয়া ৬৫ শতক ভূমিতে লেবু, আনারস ইত্যাদি ফসল ফলিয়ে পরিবারের ভরন পোষনসহ খরচাদি নির্বাহ করে আসা অবস্থায় ২০২৩ সালের ২১ মে তাদের বাগানের কিছু অংশ জোরপূর্বক জায়গা ও বাগান দখল করে নেয় হেলাল। এছাড়া হেলাল তার মালিকানাধীন বাকী জায়গা দখলের চেষ্টা করছেন বলে তিনি জানান। জমি উদ্ধারে তিনি অনেক চেষ্টা করে ব্যর্থ হন। তিনি আরও অভিযোগ করেন, শের আলী হেলাল মৌলভীবাজার সদর আসনের সাবেক এমপি জিল্লুর রহমানে’র ঘনিষ্ঠজন হওয়ায় ও তার হুমকিতে এতোদিন বিচার চাইতে পারেন নাই। বর্তমানে পরিস্থিতি পরিবর্তন হওয়ায় তার জায়গা উদ্ধার করতে সাংবাদিকসহ অন্তবর্তি সরকারের সহযোগিতা চান তিনি।
এ ব্যাপারে সখিনা সিএনজি পাম্পের মালিক শের আলী চৌধুরী হেলালের মুঠো ফোনে কয়েকবার কল দিলেও তা রিসিভ হয়নি। ক্ষুূদে বার্তা পাঠিয়েও কোন উত্তর পাওয়া যায়নি।
মন্তব্য করুন