আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ডিবেটিং ক্লাবের আয়োজনে ২৬ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এক আন্দঘন পরিবেশে অনুষ্টিত হয়েছে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড ও বিতর্ক কর্মশালা। অনুষ্ঠানের প্রথম অংশে বিতর্ক কর্মশালায় বিতর্কের উপর প্রাণবন্ত কøাস পরিচালনা করেন জাতীয় বিতর্ক মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আলমগীর হোসাঈন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিতর্র্ক সোসাইটির সাধারণ সম্পাদক মো: শিশির।
বিতর্ক কর্মশালার শেষে অনুষ্টানের দ্বিতীয় অংশে শুরু হয় বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড।
প্রাণবন্ত এই বিতর্ক প্রতিযোগীতায় চমৎকার যুক্তি উপস্থাপনের মাধ্যমে আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা অর্জন করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়।
মৌলভীবাজার ডিবেটিং ক্লাবের সভাপতি আহমদ সাদীর সভাপতিত্বে ও জুুনেদ আহমদ ফাহিমের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এবং হোয়াইট পার্ল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সহকারি অধ্যক্ষ মো: ফজলুল আলী, ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন মৌলভীবাজারের সভাপতি এড. মো: আবু তাহের, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, পোল্ট্রি ফার্ম অ্যাসোসিয়েশন মৌলভীবাজারের সভাপতি মো: মাহমুদুল হাসান,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র বিতার্কিক শামীম আহমদ, মৌলভীবাজার ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি উমর ফারুক টিপু প্রমুখ।
উল্লেখ্য, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগীতায় মৌলভীবাজারের স্বনামধন্য সব স্কুলের বিতার্কিকরা অংশগ্রহণ করে। বিতর্ক কর্মশালায় শহরের সকল স্কুল থেকে প্রায় দুই শত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মন্তব্য করুন