আন্তজার্তিক স্বাক্ষরতা দিবস পালিত
স্টাফ রিপোর্টার॥“অতীতকে জানবো,আগামীকে গড়বো ”এই প্রতিপাদ্য নিয়ে ৮ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে বিশ্ব স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। আন্তজার্তিক স্বাক্ষরতা দিবস দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা বুরো কর্মসুচি গ্রহন করে। কর্মসুচি মধ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা ইত্যাদি।
৮ সেপ্টম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কামরুল হাসান এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এম.সাইফুর রহমান অডিটরিয়ামে এসে শেষ হয়।
এ উপলক্ষে আলোচনা সভা এম.সাইফুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্তি পুলিশ সুপার অপরাধ খায়রুল ইসলাম,জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, মেয়র ফজলুর রহমান। বক্তব্য রাখেন আমিরুল ইসলাম, বেগম হোসনে আরা ওয়াহিদ, নেছার আহমদ,সৈয়দ নওশের আলী খোকন , ব্র্যাক প্রতিনিধি আরিফুর রহমান। বক্তরা বলেন জাতিকে স্বাক্ষরতা মুক্ত করতে দেশের সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে।
মন্তব্য করুন