কমলগঞ্জে চা শ্রমিক নারীদের বর্তমান অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন
কমলগঞ্জ প্রতিনিধি॥ আন্তজার্তিক নারী দিবস-২০১৭-কে সামনে রেখে রোববার সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়ন পরিষদের হলরুমে ”চা-শ্রমিক নারীদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করনীয়” শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস মূল প্রবন্ধ পাঠ করেন। বক্তব্য রাখেন বাংলাদেশ চা-শ্রমিক নারী ফোরামের আহ্বায়ক লছমি রানী রাজভর, রাজকুমার রবিদাস, রণজিৎ রবিদাস, গোপাল মাদ্রাজী, সনাতন লোহার, মিলা চাষা প্রমুখ।
সংবাদ সম্মেলনে জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস বলেন, নারী দিবসে চা-বাগানে ছুটি ঘোষণা করে এই দিনটি বিশেষভাবে পালনের উদ্যোগ গ্রহণ করা, “জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১০”সহ নারী সংশ্লিষ্ট সকল প্রকার দেশীয় ও আন্তর্জাতিক আইন-নীতিতে চা-বাগানের নারীদেরকে অন্তর্ভুক্ত করা, নারীদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ তৈরি করা, নারী চা-শ্রমিকদেরকে বিলবোর্ড-বিজ্ঞাপনে উপস্থাপন করা বন্ধ করা, দেশীয় মেলা-প্রদর্শনীতে নারী চা-শ্রমিককে ভূলভাবে উপস্থাপন করা বন্ধ করা, চা শ্রমিক নারীদের প্রতি সকল প্রকার সহিংসতা ও নির্যাতন বন্ধ করা, চা বাগানের বাইরে নারী চা শ্রমিককে তুচ্ছ-তাচ্ছিল্য করা বন্ধ করা, নারী চা শ্রমিকদের কাজের যথার্থ স্বীকৃতিসহ উপযুক্ত মজুরী প্রদান, চা-শ্রমিক নারীদের উন্নয়নে সরকারি ও বেসরকারিভাবে বিশেষ উদ্যোগ গ্রহণ করার দাবী জানান এবং সর্বোপরি নারীর সমতা প্রতিষ্ঠায় সমাজের সবাইকে সমানভাবে এগিয়ে আসার আহবান জানান।
মন্তব্য করুন