কমলগঞ্জে চা শ্রমিক নারীদের বর্তমান অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন

March 5, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ আন্তজার্তিক নারী দিবস-২০১৭-কে সামনে রেখে রোববার সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়ন পরিষদের হলরুমে ”চা-শ্রমিক নারীদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করনীয়” শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস মূল প্রবন্ধ পাঠ করেন। বক্তব্য রাখেন বাংলাদেশ চা-শ্রমিক নারী ফোরামের আহ্বায়ক লছমি রানী রাজভর, রাজকুমার রবিদাস, রণজিৎ রবিদাস, গোপাল মাদ্রাজী, সনাতন লোহার, মিলা চাষা প্রমুখ।
সংবাদ সম্মেলনে জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস বলেন, নারী দিবসে চা-বাগানে ছুটি ঘোষণা করে এই দিনটি বিশেষভাবে পালনের উদ্যোগ গ্রহণ করা, “জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১০”সহ নারী সংশ্লিষ্ট সকল প্রকার দেশীয় ও আন্তর্জাতিক আইন-নীতিতে চা-বাগানের নারীদেরকে অন্তর্ভুক্ত করা, নারীদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ তৈরি করা, নারী চা-শ্রমিকদেরকে বিলবোর্ড-বিজ্ঞাপনে উপস্থাপন করা বন্ধ করা, দেশীয় মেলা-প্রদর্শনীতে নারী চা-শ্রমিককে ভূলভাবে উপস্থাপন করা বন্ধ করা, চা শ্রমিক নারীদের প্রতি সকল প্রকার সহিংসতা ও নির্যাতন বন্ধ করা, চা বাগানের বাইরে নারী চা শ্রমিককে তুচ্ছ-তাচ্ছিল্য করা বন্ধ করা, নারী চা শ্রমিকদের কাজের যথার্থ স্বীকৃতিসহ উপযুক্ত মজুরী প্রদান, চা-শ্রমিক নারীদের উন্নয়নে সরকারি ও বেসরকারিভাবে বিশেষ উদ্যোগ গ্রহণ করার দাবী জানান এবং সর্বোপরি নারীর সমতা প্রতিষ্ঠায় সমাজের সবাইকে সমানভাবে এগিয়ে আসার আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com