(ভিডিওসহ) আন্তর্জাতিক বন দিবসে মৌলভীবাজার প্রেসক্লাবে সেমিনার অনুষ্ঠিত

March 21, 2022,

স্টাফ রিপোর্টার আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিক ও পরিবেশ বাদীদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২১ মার্চ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, সিলেট আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা।

বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য মূল প্রবন্ধ পাঠ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা শারমিন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক এম এ সালাম, বাপার কেন্দ্রীয় সদস্য আব্দুল করিম কিম।

সাংবাদিক রিপন দে এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, এটিএনবাংলা স্টাফ রিপোর্টার ও পরিবেশবাদী সাংবাদিক সৈয়দ মহসীন পারভেজ, সিনিয়র সাংবাদিক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, মাছরাঙা টিভি প্রতিনিধি তমাল ফেরদৌস, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, ইমজা সাধারণ সম্পাদক বকসি মিছবাহ উর রহমান, একাত্তর টিভি প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, ইটিভি প্রতিনিধি বিকুল চক্রবর্তী ও চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি এম এ হামিদ, বাপা সমন্বয়ক আসম সালেহ সোহেল।

প্রধান অতিথি মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা বলেন, নগরায়ন, শিল্পায়ন, লোভসহ বিভিন্ন কারণে আমরাই বনভূমি ধ্বংস করে ফেলেছি। বই যেমন মনের খোরাক তেমনি একটি গাছ জীবন ও মরনে আমাদের উপকার করে। তাই আমাদেরকেই বনভূমি রক্ষা করতে হবে।

বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, আমি লাউয়াছড়া বনের সাড়ে ৪শ একর এলাকায় পানের বরজ রয়েছে। আমি দেখেছি গাছগুলোর ডালপালা ছেটে পান গাছ লাগানো হয়েছে। এটি বনের জন্য ক্ষতিকর। এই জমিগুলো উদ্ধার করার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com