আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি

November 3, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ পাবলিক ফিন্যান্স সম্পর্কিত আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
২ নভেম্বর বুধবার দুপুরে তিনি হযরত শাহজালালা আন্তর্জাতিক বন্দর ত্যাগ করেন।
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সিনিয়ির সদস্য হিসেবে এ সেমিনারে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। ৩-৪ নভেম্বর এ সেমিনার শ্রীলঙ্কার রাজধারী কলম্বতে অনুষ্ঠিত হচ্ছে। ‘এনহানসিং পাবলিক ফাইন্যান্সিয়াল রিপোর্টিং টু প্রোমোট গ্রোথ ইন সাউথ এশিয়া শীর্ষক এ সেমিনারে বাংলাদেশ ছাড়াও সাউথ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভ’টান ও মালদ্বীপের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এ সেমিনারে বিশ্বব্যাংক ও এডিবি’র প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। বিশ্বব্যাংকের অর্থায়নে চার্টাড অ্যাকাউন্টেট এসোসিয়েশনের আয়োজনে এ সেমিনারে আব্দুস শহীদ এমপি প্রথম প্যানেল স্পিকারের দায়িত্ব পালন ও বক্তব্য রাখবেন। উল্লেখ্য তিনিই দেশের পক্ষে একমাত্র প্রতিনিধি। গতকাল বুধবার দুপুরে সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি মঠোফনে এ তথ্য জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com