কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫
কুলাউড়া অফিস॥ কুলাউড়ার বরমচালে সড়ক দুর্ঘটনায় চিনু মিয়া (৩৮) নামে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
আহতরা হলেন, নিহত চিনু মিয়া’র পিতা হাজী সোহাগ মিয়া (৬৫), বড় ভাই আকুল মিয়া (৪০), ছোট ভাই জাহাঙ্গীর মিয়া (২০), ছোট ভাই মন্টু মিয়ার স্ত্রী ছালমা বেগম (২৩) ও টমটম চালক ফরহাদ মিয়া। ১০ মে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহত পরিবারের উপজেলার ভাটেরার ইসলামনগর।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার বরমচাল-ভাটেরা সড়কের উত্তরভাগ এলাকায় ভাটেরামুখী দ্রুতগামী সিএনজি চালিত অটোরিক্সা (মৌলভীবাজার থ-১১-১৮৬২) সড়কের ওপর রাখা পাথরের স্তুপে উঠে গেলে সেখান থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা টমটম অটোরিক্সার ওপর আচড়ে পড়ে। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজি অটোরিক্সা ও টমটমটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চিনু মিয়ার। তাঁর পিতা, বড় ভাই,ছোট ভাই, ছোট ভাইর স্ত্রী এবং টমটম গুরতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল ও কুলাউড়া হাসপাতালে নিয়ে যান। স্থানীয়রা আরও জানান, কোন কিছুর তোয়াক্কা না করেই সড়কের ওপর দির্ঘদিন থেকে পাথর রেখে ব্যবসা করছেন পার্শ্ববর্তী ভূকশিমইলের কুটি মিয়া নামের একজন।
কুলাউড়া থানার এস আই সাব্বির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়কের ওপর পাথরের স্তুপ থাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। চিনু মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন