মৌলভীবাজারের উন্নয়নে সকলের সহযোগিতা চাইলেন এমপি সায়রা মহসীন
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের উন্নয়নে সকলের সহযোগিতা চাইলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের দর্জিরমহলস্থ বাসভবনে জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এই সহযোগিতা চান। তিনি এসময় বলেন, আপনারা আমার স্বামী প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী সব বিষয়ে পাশে থেকে সহযোগিতা করেছেন। তাই এবার আমাকে সহযোগিতা করুন তাঁর অসমাপ্ত কাজগুলো শেষ করতে।
তিনি বলেন, আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এ অঞ্চলের মানুষ আমাকে এমপি বানিয়েছেন তাই আমি চাই আমার স্বামীর মতো মানুষের জন্য কাজ করতে।
এ সময় সাংবাদিকরা মেডিক্যাল কলেজ স্থাপনু, পর্যটন হোটেল, ইকোপার্ক, শিশুপার্ক, বেরী লেইক, শিক্ষা প্রকৌশল কার্যালয় নির্মাণ, বিদ্যুতের সাব গ্রিড স্টেশন, সরকারী রিসোর্ট বা অডিটোরিয়াম নির্মাণ, কোদালীছড়াকে আধুনিকায়ন করে শহরের সৌন্দর্য বৃদ্ধিসহ জলাবদ্ধতা দূরীকরণে ব্যবস্থা গ্রহণ, নারী শিক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহ জেলা সদরের উন্নয়নের বিভিন্ন দিক তোলে ধরেন।
এ ছাড়াও সাংবাদিকরা জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নের নামে র্যাফেল ড্র, সরকারী কলেজে শিক্ষকদের ক্লাস ফাঁকি দিয়ে বাসায় প্রাইভেট পড়ানো ও শিক্ষকদের ক্লাসে অনুপস্থিত নিয়ে ক্ষোভ জানান। এসব বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এসময় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন ছাড়াও উপস্থিত ছিলেন, সৈয়দ নওশের আলী খোকন ও তাঁর কন্যা সৈয়দা সানজিদা শারমিন।
মন্তব্য করুন