আবারও লাউয়াছড়া ট্রেনে কাটা পড়ে মায়া হরিণের মৃত্যু

March 25, 2017,

সাইফুল ইসলাম॥ ঢাকা সিলেট রেল রুটের মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে রেল লাইনে ট্রেনের নিচে কাটা পড়ে একটি মায়া হরিণের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোররাতে কোন এক সময় ট্রেনে নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
বনবিভাগের টহলদল রেললাইনের উপর হরিণটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে সেটি উদ্ধার করে প্রাণী সম্পদ অফিসে নিয়ে আসেন।
২৫ মার্চ শনিবার মায়া হরিণের ময়নাতদন্তের পর মাটিচাপা দেয়া হবে। মায়া হরিণ নিশাচর প্রাণী। পাতা, অঙ্কুর ঘাস ও ফল খাবার জন্য রাতের আঁধারে বের হয়। তাদের চোখে আলো এসে পড়লে তারা অন্ধ হয়ে যায়, কিছুই দেখতে পায় না। তখনই নিজেরা দুর্ঘটনার মধ্যে এসে পড়ে মৃত্যু হয়। মৌলভীবাজার ‘বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ’ এর সহকারী বন সংরক্ষণ (এসিএফ) তবিবুর রহমান বলেন, রেললাইন অতিক্রমের সময় এভাবে প্রায়ই বন্যপ্রাণীরা ট্রানে কাটা পড়ে মারা যায়। বন্যপ্রাণীদের বিচরণে যাতে ক্ষতি না হয় এমন কোনো উদ্যোগ গ্রহণের কথা বারবার বলে আসছি। কিন্তু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।
ময়নাতদন্তের পর মৃত মায়াহরিণটিকে মাটিচাপা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com