আব্দুল মতিন খাঁন মৌলভীবাজার জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক

May 21, 2016,

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় শিক্ষা সপ্ত্াহ ২০১৬ ইং উপলক্ষ্যে আব্দুল মতিন খাঁন, মৌলভীবাজার জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হন। তিনি মৌলভীবাজার সদর উপজেলার শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ১৯৮৭ সাল থেকে তিনি শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার কাজে নিয়োজিত। শিক্ষাদানের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিয়োজিত। তাহার রচিত ও প্রকাশিত ৪টি বই এর নাম সুরের মুরতি (গান),আকাশ রাঙ্গা পথ (কাব্য), নির্ঝন বন্ধনে (কাব্য) ও ফররুখ আহমদ অনন্য ব্যক্তিত্ব (জীবনী)। ব্যক্তিগত জীবনে বিবাহিত দুই সন্তানের জনক। তাহার সহধর্মীনির নাম হাছনা বেগম চৌধুরী কলি। তিনি সিলেট কেন্দ্রীয় মুসলিম সংসদ,সিলেট মোবাইল পাঠাগার,মৌলভীবাজার পাবলিক লাইব্রেরী,বাংলাদেশ রেড ক্রিসেন্ট, মৌলভীবাজার এর আজীবন সদস্য।
আব্দুল মতিন খাঁন মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী রাখা গ্রামে ১৯৬৪ সালের ১লা নভেম্বর জন্মগ্রহন করেন। তিনি মরহুম আতর খাঁন ও মরহুমা মরতুজা লতিফ চৌধুরীর একমাত্র সন্তান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com