আমার ছেলে সামি আহমেদ অষ্ট্রেলিয়ার মেলবর্নে উচ্চ শিক্ষা গ্রহন করতে গিয়েছে

August 23, 2016,

সাদেক আহমেদ॥ আমি বিশে^র অনেক দেশে গিয়েছি তবে বাংলাদেশ থেকে বিশাল দেশ অষ্ট্রোলিয়ার মেলবর্ন এর সুইং বার্ন বিশ^বিদ্যালয়ে অন্তর্জাতিক বাণিজ্যের উপর উচ্চ শিক্ষা গ্রহনের জন্য সামি আহমেদ নিজের চেষ্টায় অষ্ট্রোলিয়ার অন্তর্জাতিক মানের সুইং বার্ন বিশ^বিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ পেছে সেজন্য আমি গর্বিত। সেজন্য আমি সুইং বার্ন বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ, ঢাকাস্থ অষ্ট্রোলিয়ার হাই কমিশন এবং অষ্টোলিয়ান সরকারকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ তথা সিলেটের অনেক ছাত্র-ছাত্রী অষ্ট্রোলিয়ায় বিভিন্ন বিশ^ বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান যেমন মুনাস, ভিক্টরিয়া বা কর্মক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানে গিয়ে মেধা ও যোগ্যতায় অষ্ট্রোলিয়ায় অবদান রাখতে এতে করে বাংলাদেশ ও অষ্ট্রোলিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ সামি অষ্ট্রোলিয়ার যাওয়ায় সে সঙ্গে মহা নবী হযরত মুহাম্মদ (সঃ), বড় পীর আব্দুল কাদের জীলানী (রহঃ), হযরত শাহ্ জালাল (রহঃ), হযরত ইসা (আঃ) যিনি ৪র্থ আসমানে রয়েছেন তার মাতা বিবি মরিয়ম সবার কাছে আমি কৃতজ্ঞতা ও শুকরিয়া জানাই।

গ্রেট ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ান থেকে বের হওয়ার পর কমনওয়েলথ ভূক্ত দেশের ভিতরে সম্পর্ক বৃদ্ধির পাশা পাশি ব্রিটেনের ২য় রানী এলিজাবেতের দেশ বিশাল মহা দেশ অষ্ট্রোলিয়ার সাথে ব্রিটেনের বাণিজ্য ফ্রি ট্রেড যে বাড়বে এতে কোন সন্দেহ নাই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com