আমিরাতে বাংলাদেশী প্রবাসীদের জন্য ই-পাসপোর্টের কার্যক্রম শুরু
December 23, 2021,
তোফায়েল পাপ্পু (সংযুক্ত আরব আমিরাত)॥ দীর্ঘ প্রতীক্ষার পর সুখবর পেলো সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশী প্রবাসীরা। বর্তমান বিশ্বের সর্বাধুনিক ই-পাসপোর্ট পাওয়ার পথ খুলেছে বাংলাদেশী দুতাবাস। সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশী দূতাবাস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় আমিরাতের রাজধানী আবুধাবিতেই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (নিরাপত্তা ও বহিরাগ মন অনু বিভাগ)সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ আবল্লাহ আল মাসুদ চৌধুরী। এ সময় দূতাবাসের বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন