আর্জেন্টিনা ও ব্রাজিল’ প্রীতি ফুটবল ম্যাচ
ইমাদ উদ দীন॥ মৌলভীবাজারে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের মাঝে ভ্রাতৃত্ববন্ধ অটুট রাখতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপের আনন্দ ধরে রাখতে ও ফুটবল প্রেমীদের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন দৃঢ় করতে মৌলভীবাজার সরকারী কলেজ ষ্টেডিয়ামে আয়োজন করা হয় এই প্রীতি ফুটবল ম্যাচ। ১৩ জুলাই শুক্রবার বিকেল এই প্রীতি ম্যাচটিতে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সর্মথনে দুটি দলে খেলেন মৌলভীবাজারের জনপ্রিয় সামাজিক সংগঠন এমবি মিডিয়া ও স্বপ্নের ঢেউ ফাউন্ডেশনের সদস্যরা। টান টান উত্তেজনা পূর্ণ খেলায় আজেন্টিনার জালে ২টি গোল দিয়ে ব্রাজিল চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। বিপরিতে আর্জেন্টিনা ১টি গোল দেয়। ব্রাজিল দলের হয়ে খেলেন স্বপ্নের ঢেউ ফাউন্ডেশনের সদস্যরা। ব্রাজিল দলের হয়ে গোল দেন স্বপ্নের ঢেউ ফাউন্ডেশনের কপিল ও রাব্বি। আর আর্জেন্টিনা দলের হয়ে খেলেন এমবি মিডিয়ার সদস্যরা। তাদের পক্ষে একটি গোল দেন জনি। খেলায় পরিচালকের দ্বায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত খেলা পরিচালক বাবুল আহমেদ। দুই দলের অধিনায়ক ছিলেন ব্রাজিল দলের সৈয়দ সাহেদ আলী আর আর্জেন্টিনার জুবায়ের আলী আহমদ। খেলার পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জয়ীদের হাতে ট্রফি তুলে দেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক খালেদ চৌধুরী, রোটারিয়ান এ এইচ এম সাহাব উদ্দিন আহমদ, ইউপি সদস্য মো: সহিদ আলী। এমবি মিডিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জুবায়ের আলী আহমদ বলেন বিশ্বকাপের উম্মাদনায় যাতে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন বজায় তাকে সে জন্য মূলত আমাদের এই ছোট্ট আয়োজন। তাছাড়া আমাদের প্রিয় বাংলাদেশ আগামীতে যাতে বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে পারে এই প্রত্যাশায় এই প্রীতি ম্যাচটি উৎসর্গ করা হয়েছে।
মন্তব্য করুন