(ভিডিওসহ) আর্ন্তজাতিক নদী দিবসে নদীর ভেতরে গান

March 14, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে মনুনদীর ভেতরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়েছে। ১৪ মার্চ রোববার সকাল ১১ ঘটিকায় শহরের শান্তিবাগ এলাকায় মনু নদীর ভেতর নদীর আত্ম কথা নিয়ে অনুষ্ঠিত হয় এক সভা।
বাপা জেলা সমন্বয়ক আ স ম ছালেহ সুহেল এর সভাপতিত্বে গল্প বলেন হাসান আহমদ রাজা, শিব প্রসন্ন ভট্রাচার্য, গান পরিবেশন করেন রনধীর রায়। অনুষ্ঠানে শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন শিশু কিশোররা ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলার আয়োজনে “আর্ন্তজাতিক নদী দিবস” উপলক্ষে মনু নদীর চরে নদীর আত্মকথা নামে “নদীর গল্প বলা” অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা উপস্থিত শিশু-কিশোরদের মনু-ধলাই-কুশিয়ারাসহ দেশের নদ-নদী নিয়ে গান ও নদীর গল্প শোনান। জেলার বিভিন্ন নদ-নদীর গৌরবময় ইতিবৃত্ত নদীর সাথে মানুষের সম্পর্ক, নদীর দূষণের কারণে মানুষের ক্ষতির বিষয়গুলোও উঠে আসে আলোচনায়। পরে নদীর বুকে নদী নিয়ে বিখ্যাত কয়েকটি সংগীত পরিবেশন করেন শিল্পীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com