আর্ন্তাজাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে শ্রীমঙ্গলে র‌্যালী ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

August 9, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি ‘আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণাপত্রের এক দশক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি(সনাক), টিআইবি শ্রীমঙ্গল এবং বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম এর যৌথ উদ্যোগে আর্ন্তজাতিক আদিবাসী দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৯ আগষ্ট বুধবার বিকালে সনাক কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা সনাক সভাপতি সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে ও সনাক ও আদিবাসী ফোরামের সদস্য জিডিশন প্রধান এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম এর মহাসচিব ফিলা পাথমী।

বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম এর  সহ সভাপতি আনন্দ মোহন সিংহ, সাংগঠনিক সম্পাদক পরিমল সিং বাড়াইক, চা জনগোষ্ঠী নেতা স্বপন মুন্ডা, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম এর  যুব ক্রীরা সম্পাদক ভীমúল সিনহা, প্রদীপ কুমার সিনহা, সুশীল কুমার মৃধা সভাপতি বাংলাদেশ দলিত সম্প্রদায়, শ্যামল দেব বর্মা সম্পাদক ত্রিপুরা কল্যান সংসদ, লক্ষন মুন্ডা সম্পাদক মুন্ডা কল্যান সংসদ, স্বজন সদস্য ধীরেন্দ্র সিনহা ও পরিমল চন্দ্র মল্লিক, সনাক সদস্য মো. রহমত আলী ও অয়ন চৌধুরী, ইয়েস সদস্য মো. আশিকুর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন আদিবাসী জনগোষ্টির মধ্যে খাঁসিয়া, মনিপুরি, ত্রিপরা, মুন্ডা ও চা জনগোষ্টি সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব,  এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

এর আগে‘‘আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘের ঘোষনা পত্রের বাস্তবায়নের দাবীতে বুধবার সকালে শ্রীমঙ্গল শহরে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের উদ্যাগে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন ভাষা, ধর্মাচার, পারিবারিক জীবন ব্যবস্থা সবকিছুতেই ভিন্নতা নিয়ে বসবাসকারী আদিবাসীরা আজো এদেশে ভূমির মালিকানা পায়নি, একথা উল্লেখ করে আদিবাসী নেতারা আরো বলেন ভূমি উন্নয়নের নামে তাদের উচ্ছেদ করা হচ্ছে, তারা দিন দিন ভূমিহীন হয়ে পড়ছে একারনেই আদিবাসীরা আজো স্থায়ী আবাস ভূমি থেকে বঞ্চিত। আদিবাসী জনগোষ্টি প্রতিনিয়ত শোষন, বঞ্চনা বৈষম্যের শিকার হচ্ছে। আদিবাসীরা এদেশে উপজাতি নয় এবং সাংবিধানিকভাবে সমান নাগরিক অধিকারের দাবিদার বলে নেতারা উল্লেখ করেন।  আলোচনা সভায় আদিবাসীদের পক্ষ থেকে সরকারের কাছে কিছু  প্রস্তাব আকারে দাবী জানান। দাবীসমূহ হচ্ছে-

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি,  ঐতিহ্যগত প্রথা, সামাজিক নেতৃত্ব, ভূমি মালিকানা ইত্যাদিকে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দেয়া, সমতলের আদিবাসীদের বিশেষ করে বৃহত্তর সিলেটে একটি ভূমি কমিশন তৈরী করে ভূমির অধিকার প্রতিষ্ঠা করে সমস্যা সমাধান করা, আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য জেলা পর্যায়ে আবাসিক হোস্টেল এর ব্যবস্থা করা, চা জনগোষ্টি ক্ষুদ্র জাতি স্বত্তার তালিকা ভূক্তকরণসহ বিভিন্ন দাবী জানান।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com