আর-না-ফেরার দেশে বাংলা গানের বরপুত্র কালজয়ী শিল্পী লাকী আখান্দ

April 22, 2017,

‘আবার এলো যে সন্ধ্যা’, ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘আগে যদি জানতাম’ এ রকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী লাকী আখান্দ আর নেই। দুনিয়াজোড়া লাখো কোটি ভক্ত হৃদয় খালি করে দিয়ে তিনি আজ ফিরে গেছেন চির না ফেরার দেশে।
২১ এপ্রিল শুক্রবার বিকালে রাজধানীর আরমানিটোলায় নিজের বাসায় অসুস্থ বোধ করায় দ্রুত তাকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়। কিছুক্ষণ পর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা গানের ভুবনের কালজয়ী এ শিল্পী। তার বয়স হয়েছিল ৬৪ বছর।
শিল্পী লাকী আখান্দের মরদেহ আজ রাতে বারডেম মরচুয়ারিতে রাখা হবে। আগামীকাল সকাল ১০ টায় আরমানিটোলা মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শিল্পীকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান এবং সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর ঢাকা বিশ^বিদ্যালয় মসজিদে দ্বিতীয়বার জানাজার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে লাকী আখান্দ টানা আড়াইমাস চিকিৎসাধীন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।
৭ এপ্রিল চিকিৎসকদের পরামর্শেই হাসপাতাল ছেড়ে বাসায় ফেরেন তিনি। বাসায় ফিরে যথারীতি সময় দিচ্ছিলেন গানে।
গুরুতর অসুস্থ হয়ে ২০১৫ সালের সেপ্টেম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে লাকী আখান্দের। এরপর থাইল্যান্ডের একটি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন কিছুদিন। সেখান থেকে ঢাকায় ফেরার পর তাকে কেমোথেরাপি দেওয়া হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মুক্তিযোদ্ধা এই শিল্পীর চিকিৎসায় প্রধানমন্ত্রীর তহবিল, সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পীর পাশে ফাউন্ডেশনসহ দেশবিদেশের অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদেও পক্ষ থেকেও সহায়তা করা হয়।
আশির দশকের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী লাকী আখান্দ একাধারে সঙ্গীত পরিচালক, সুরকার ও গীতিকার। ১৯৮৪ সালে সারগামের ব্যানারে প্রথমবারের মতো একক অ্যালবাম বের করেন লাকী আখান্দ। ওই অ্যালবামের ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘রীতিনীতি জানি না’, ‘মা মনিয়া’, ‘আগে যদি জানতাম’ গানগুলো শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। ১৯৮৭ সালে ছোট ভাই হ্যাপী আখান্দের মৃত্যুর পর সঙ্গীতাঙ্গন থেকে অনেকটাই স্বেচ্ছা নির্বাসন নেন এই গুণী শিল্পী।
মাঝখানে প্রায় এক দশক নীরব থেকে ১৯৯৮-এ ‘পরিচয় কবে হবে’ ও ‘বিতৃষ্ণা জীবনে আমার’ অ্যালবাম দুটি নিয়ে আবারও শ্রোতাদের মাঝে ফিরে আসেন লাকী আখান্দ। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com