আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সহ ৪২ শিক্ষার্থী আক্রান্ত

October 24, 2016,

স্টাফ রিপোপর্টার॥ মৌলভীবাজারের পৌর শহরের আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অর্পনা সিংহসহ ওই বিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থী এক সাথে জন্ড্রিসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী ১৫ জন। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবক মহলে।

স্কুল সূত্রে জানাযায়, কয়েকদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিতির সংখ্যা হঠাৎ বেড়া যাওয়া স্কুল কর্তৃপক্ষ খোঁজ নিয়ে দেখেন যে, প্রায় শতাধিক শিক্ষার্থী ধারাবাহিক অনুপস্থিত রয়েছে। অভিবাবকদের সাথে যোগাযোগ করে জানা যায় এসব শিক্ষার্থী অসুস্থ্য। এর মধ্যে ৪২ জন বেশি আক্রান্ত। স্থানীয় ডায়গনিষ্টক সেন্টারে পরীক্ষা করে দেখা যায় ১৫ জন জন্ড্রিসে আক্রান্ত হয়েছেন। এটা নিশ্চিত হওয়ার জন্য বিদ্যালয়ের টিউবওলের পানি পরীক্ষা করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

একই সাথে এত শিক্ষার্থী অসুস্থ্য হওযায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয় অবহিত করেন। পরে জেলা প্রশাসক, সিভিল সার্জন সহ জনস্বাস্থ প্রকৌশলীর একাধিক কর্মকতা এসে পরিদর্শন করেছেন। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যালয়ের বাথরুম, টিউবওলের পানি অথবা বাহিরের খোলা খাবার থেকে এ সমস্যা হতে পারে।

এ বিষয়ে আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা শাহনাজ বলেন, শিক্ষার্থী অসুস্থ্য হওয়ার বিষয়টি জানার পর সাথে সাথে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। অভিবাবক সমাবেশ করে শিক্ষার্থীদেরকে স্কুলের পানি এবং বাহিরের খাবার বন্ধ রাখতে বলি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে সিভিল সার্জন এবং প্রধান শিক্ষিকার সাথে সব সময় যোগাযোগ আছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com