আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী স্কুল-ডে অনুষ্ঠিত

October 9, 2024,

স্টাফ রিপোর্টার : আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিখন-শেখানো প্রক্রিয়ারসহ পাঠক্রমিক কার্যাবলীর অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে দু’দিনব্যাপী ‘স্কুল ডে’ উদযাপনের উদ্বোধন হয়েছে।

গত সোমবার ৭-৮অক্টোবর ১ম দিনের অংশ হিসেবে শিখন-শেখানো প্রক্রিয়ার উদ্বোধন, বিজ্ঞান অলিম্পিয়াড, জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশনা ও এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক মো: মইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক  মো: ইসরাইল হোসেন।

জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন বলেন, ‘সহপাঠক্রমিক কার্যাবলি শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশে সহায়ক হয়। শিক্ষার্থীরা সহপাঠক্রমিক কার্যাবলিতে অংশ নিলে তাদের দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক বিকাশ ঘটে। তারা বিভিন্ন ধরনের পরিবেশে মানিয়ে নিতে শিখে।

সহপাঠক্রমিক কার্যাবলি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে। উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও স্বনির্ভর করে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

বিদ্যালয়ের শিক্ষাথী আনজুম মৌনতা ও মেহজাবিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদও উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী,জেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার সহকারী প্রকৌশলী শামিম আহমদ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,আকমল হোসেন নিপু,রেডিও পল্লী কন্ঠের সিনিয়র  ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসান। আলোচনা সভা শেষে জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ-গান পরিবেশনা ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।

পিঠা ঘর,বিজ্ঞান ক্লাব, ডিবেটিং ক্লাব, বইপড়া ক্লাব ও সক্রিয় নাগরিক ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের উদ্ভাবিত পরিবেশ উন্নয়ন, সুষ্ঠুনগর পরিকল্পনা প্রণয়ন, বিদ্যুৎ উন্নয়নসহ প্রভৃতি প্রকল্প ঘুরে দেখেন। প্রকল্পের বিভিন ্নবিষয়ে জেলা প্রশাসক শিক্ষার্থীদের প্রশ্ন করেন। পরে জেলা প্রশাসক ফিতা কেটে বিদ্যালয় প্রাঙ্গনে বইমেলার উদ্ধোধন করেন।

 ৮অক্টোবর মঙ্গলবার ২য় দিন সাংস্কৃতিক উৎসব, বিতর্ক প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com