(ভিডিওসহ) আলী আমজাদ স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ

January 2, 2021,

স্টাফ রিপোর্টার॥ নতুন বছরের প্রথম দিনে মৌলভীবাজার জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। মৌলভীবাজার শহরের আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
১ জানুয়ারি শুত্রুবার অনুষ্ঠানে সীমিত পরিসরে ৫ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন জেলা প্রশাসক। এছাড়া আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়েও সীমিত পরিসরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইটি) মল্লিকা দে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমানস, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমানসহ অনেকেই। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ছাড়াও শিক্ষার্থীদের অভিবাবকরাও উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যবিধি মেনে নতুন বছরের প্রথম দিনেই মৌলভীবাজার জেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
এ বছর মৌলভীবাজার জেলায়, প্রাথমিক পর্যায়ে ২০৮৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩,২৬,৫৩৩ জন শিক্ষার্থীর মাঝে ১৩,৫৩,৬৬৬ টি বই বিতরণ করা হবে। মাধ্যমিক পর্যায়ে ২১১ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১,৮৭,৬৬৫ জন শিক্ষার্থীদের মাঝে ২৭,১০,৪৪০ টি বই বিতরণ করা হবে। এছাড়া দাখিল ও এবতেদায়ী পর্যায়ে মোট ৮,৬১,৪২০ টি বই বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com