আলী হোসেন রাজনের পরিচালনায় “আপন আলোয় সীমানা পেরিয়ে”

October 22, 2016,

বিশেষ প্রতিনিধি: আলী হোসেন রাজন এর পরিকল্পনা ও পরিচালনায়, এ. এস. কাঁকনের উপস্থাপনায় চ্যানেল আই ইউরোপে প্রচারিত হতে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান আপন আলোয় সীমানা পেরিয়ে। গুনি ব্যক্তিদের বিকশিত প্রতিবার গল্প নিয়ে নির্মিত প্রথম এপিসোডের আয়োজনে থাকছেন মৌলভীবাজারের সন্তান, খ্যাতিমান সাংবাদিক ও লেখক মুনজের আহমদ চৌধুরী। অনুষ্ঠানটি আগামী ২৩ অক্টোবর রবিবার লন্ডন সময় রাত ৮ টা ৩৫ মিনিটে চ্যানেল আই ইউরোপে প্রচারিত হবে স্কাই ৮৩৩ তে।
এ বিষয়ে অনুষ্ঠানের পরিচালক আলী হোসেন রাজন বলেন- প্রবাসের বাঙালী কমিউনিটির জন্য এরকম আয়োজন সাধারণত হয় না। প্রবাস জীবনের ব্যস্থতায় আমরা জানতে পারিনা খ্যাতিমান ব্যক্তিদের সম্পর্কে তাই আলোকিত মানুষদের জানার জন্য আমার এই উদ্যোগ। আমি খুব আনন্দিত এই আয়োজনের আমাদের মৌলভীবাজারের সন্তান মুনজের আহমদ চৌধুরীর মতো গুনিকে নিয়ে শুরু করতে পেরেছি। দর্শকের উৎসাহ পেলে আরো নিত্য নতুন কিছু অনুষ্ঠান উপহার দেব।
অনুষ্ঠানের উপস্থাপক এ এস কাঁকন বলেন- আমি নিজেও একজন সাংবাদিক পাশাপাশি টেলিভিশনে উপস্থাপনাও করি কিন্তু দীর্ঘদিন কাজ করে এতোটা আনন্দ পাইনি যতটা পেয়েছি মুনজের ভাইকে নিয়ে কাজ করতে গিয়ে। উনার সাথে সাংবাদিকতাও একাল সেকাল নিয়ে কথা বলে আমি সাংবাদিকতায় নতুন ভাবে অনুপ্রাণিত হয়েছি। আর সম্পুর্ণ আয়োজনটা ছিল একটি স্বল্পদৈর্ঘ চলচিত্রের মতো তাই নিজের কাছে ব্যতিক্রম মনে হচ্ছে।
আলী হোসেন রাজন দীর্ঘিদিন থেকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে নাটক, প্রমান্য চিত্র ও বিশেষ অনুষ্ঠানে পরিচালনা করে আসছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com