আল্ ইসলাহ্ সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ শীর্ষক সমাবেশ করবে ২৭ অক্টোবর 

October 26, 2016,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাস প্রতিরোধের ধারাবাহিকতায় বাংলাদেশ আন্জুমানে আল্ ইসলাহ্ সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ প্রতিরোধ করণীয় শীর্ষক সমাবেশ পালনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আন্জুমানে আল্ ইসলাহ্ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা মো: শামছুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ আন্জুমানে আল্ ইসলাহ্ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল আলীমের পরিচালনায় প্রথম অধিবেশন সকাল ১০টায় উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন আল্লামা সিহাব উদ্দিন চৌধুরী, ছাহেব জাদায়ে ফুলতলী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী, ছাহেব জাদায়ে ফুলতলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাওলানা কবি রুহুল আমীন খান, নির্বাহী সম্পাদক, দৈনিক ইনকিলাব ঢাকা, অধ্যক্ষ, আল্লামা আব্দুল কাইয়ূম সিদ্দিকী, সদস্য স্থায়ী কমিঠি,বাংলাদেশ আন্জুমানে আল্ ইসলাহ্, মাওলানা সরকার কাফিল উদ্দিন সালেহী,অধ্যক্ষ, নেছারিয়া কামিল মাদারাসা ঢাকা।

দিনের দ্বিতীয় অধিবশনে বিকেল ২ টায় উদ্ধোধক হিসাবে উপস্থিত থাকবেন আল্লামা কমরুদ্দীন চৌধুরী, ছাহেব জাদায়ে ফুলতলী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ,সভাপতি বাংলাদেশ আন্জুমানে আল্ ইসলাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী,মহাসচিব বাংলাদেশ আন্জুমানে আল্ ইসলাহ, আল্লামা আহমদ হাসান চৌধুরী শাহান, যুগ্ন মহাসচিব বাংলাদেশ আন্জুমানে আল্ ইসলাহ,মাওলানা বদরুজ্জামান রিয়াদ, মুহাদ্দিস দারুন্নাজাত ছিদ্দিকীয়া কামিল মাদারাসা,ডেমরা ঢাকা। বাংলাদেশ আন্জুমানে আল্ ইসলাহ্ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা মো: শামছুল ইসলামের সাথে যোগাযোগ করলে  তিনি বলেন জঙ্গিবাদ শুধু আমাদের ভেতরের জিনিষ নয়, এরসঙ্গে বাইরের অর্থ ও অস্ত্রের যোগসূত্র রয়েছে। তা বন্ধ করতে না পারলে জঙ্গিবাদ বন্ধ হবে না। যারা জঙ্গিবাদের এ বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছেন, তাদের সামাজিকভাবেই প্রতিরোধ করতে হবে।

সভায় আগামী ২৭ অক্টোবর বৃহস্পতিবার মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্র, মাযহাব অনুসরণের অপরিহার্যতা, সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ প্রতিরোধ করণীয় শীর্ষক সমাবেশ অনুষ্ঠিদ হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com